Dev as Roghu Dakat: প্রযোজন এসভিএফ, পরিচালক ধ্রুব.. পুজোয় আসছে দেবের 'রঘু ডাকাত'
Dev: এই ছবির ঘোষণা হয়েছিল দীর্ঘদিন আগেই। তবে শ্যুটিং শুরু হয়নি। কেবলমাত্র প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার
কলকাতা: জল্পনা বৃথা। এসভিএফ-এর হাতেই থাকল নতুন ছবি 'রঘু ডাকাত'-এর প্রযোজনা। সঙ্গে যুক্ত হল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এসভিএফ আর দেব এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় মুক্তি পাবে নতুন ছবি 'রঘু ডাকাত'। আজ, নতুন বছরে প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার। ছবির পরিচালনায় রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)। ২০২৫ সালের পুজোকে মাথায় রেখে এই সিনেমা বানানো হচ্ছে। ১৮-র দশকে প্রচলিত ছিল 'রঘু ডাকাত'-এর গল্প। শোনা যায়, বাস্তবেও নাকি ছিলেন এই চরিত্র। আর সেই চরিত্রকেই এবার টিভির পর্দায় ফিরিয়ে আসবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
এই ছবির ঘোষণা হয়েছিল দীর্ঘদিন আগেই। তবে শ্যুটিং শুরু হয়নি। কেবলমাত্র প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার। শোনা গিয়েছিল, খুব বড় প্রেক্ষাপটে এই শো আসছে বলেই, তা শুরু করার জন্য কিছুটা সময় লাগছে। তবে একপরে কানাঘুষোয় শোনা গিয়েছিল, রঘু ডাকাত নাকি প্রযোজনা করতে চাইছে না এসভিএফ। বদলে সেই প্রোজেক্ট নাকি চলে যেতে পারে সুরিন্দর ফিল্মসের হাতে। তবে সমস্ত জল্পনাকে মিথ্যে করে, এসভিএফের হাতেই থাকল রঘু ডাকাত। পরিচালন হিসেবে এর আগে শোনা গিয়েছিল স্বয়ং দেব এর নামও। তাঁর আগের ছবি 'খাদান'-এ সৃজনশীল পরিচালনার দায়িত্বে ছিলেন দেব। আর এই ছবির হাত ধরেই নাকি পরিচালনায় পা রাখতে চলেছেন তিনি। তবে আজকের ঘোষণা থেকে জানা গেল, সেই জল্পনাও মিথ্যে। এই ছবির পরিচালনা করবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়ই।
আপাতত 'খাদান'-এর সাফল্যে ভাসছেন দেব। বর্ষশেষে এই ছবি বক্সঅফিসে বেশ ভালই ব্যবসা দিচ্ছে। অনেকেই প্রশংসা করছেন এই ছবির। দীর্ঘদিন পরে একেবারে কমার্শিয়াল ছবিতে ফিরেছেন দেব। এই ছবিতে রয়েছে একাধিক জমাটি অ্যাকশন দৃশ্য। সঙ্গে দেবের দ্বৈত চরিত্র। তবে এবার একেবারে নতুন চরিত্রে, নতুন আঙ্গিকে দেখা যেতে চলেছে তাঁকে। আজ সোশ্যাল মিডিয়ায় যে পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে দেব-এর কেবল দুটি চোখ দেখা যাচ্ছে। সেখানেও সিঁদুরের টিপ। দেব সঙ্গে লিখেছেন, 'হ্য়াপি নিউ ইয়ার। খাদান-এর পরে যেমনটা কথা দিয়েছিলাম। আমার নতুন কাজ নিয়ে আসছি। রঘু ডাকাত। পুজো ২০২৫।'
View this post on Instagram
আরও পড়ুন: Allu Arjun: নতুন বছরে নিজেকে বদলে ফেলতে চান অল্লু অর্জুন! কোন জিনিসকে বিদায় জানাচ্ছেন তিনি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।