'Projapati': ১ জানুয়ারি বক্স অফিস আয়ে রেকর্ড গড়ল দেব-মিঠুনের 'প্রজাপতি'
'Projapati' Box Office Collection: প্রসঙ্গত, 'প্রজাপতি' ছবি মুক্তির পরই জড়ায় রাজনৈতিক বিতর্কে। রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ 'নন্দন'-এ এই ছবি মুক্তি পায়নি। শুরু হয় রাজনৈতিক তরজা।
কলকাতা: বড়দিনের মরসুমে মুক্তি পেয়েছে দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'প্রজাপতি' (Projapati)। ছবি মুক্তির পর একাধিক বিতর্কে যেমন জড়িয়েছে, তেমনই দর্শকের ভালবাসাও পেয়েছে অঢেল। তার প্রমাণ ১ জানুয়ারি ২০২৩-এ ছবির বক্স অফিস আয়ের (Record Box Office Collection) পরিমাণ। নয়া রেকর্ড গড়েছে অভিজিৎ সেন (Avijit Sen) পরিচালিত এই ছবি।
১ জানুয়ারি রেকর্ড ভাঙা ব্যবসা করল 'প্রজাপতি'
ছবি মুক্তি পেয়েছে ২৩ ডিসেম্বর ২০২২। প্রথম রবিবার ২৫ ডিসেম্বর, দ্বিতীয় রবিবার ১ জানুয়ারি। উৎসবের মরসুমে এমনিতেই সিনেপ্রেমীরা হলমুখী হয়েছিলেন। তার ওপর যদি ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তী জুটি থাকে তাহলে তো হলে ভিড় বাড়বে বলাই বাহুল্য। সঙ্গে আবার মিঠুন ও মমতা শঙ্করের রসায়ন, তাও এত বছর পর। ছবি যে দর্শকের মন জয় করতে পেরেছে তা বলে দিল ১ জানুয়ারির বক্স অফিস কালেকশন।
View this post on Instagram
৩ জানুয়ারি, ছবি নির্মাতাদের তরফে ঘোষণা করা হয় যে ১ জানুয়ারি ২০২৩-এ 'প্রজাপতি' বাংলা ছবির ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ দর্শক প্রেক্ষাগৃহে টেনেছে। ওই একদিনেই 'প্রজাপতি' ১ কোটি টাকারও বেশি আয় করেছে। প্রযোজনা সংস্থার তরফে দর্শকদের ধন্যবাদ জানানো হয় এদিন।
প্রসঙ্গত, 'প্রজাপতি' ছবি মুক্তির পরই জড়ায় রাজনৈতিক বিতর্কে। রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ 'নন্দন'-এ এই ছবি মুক্তি পায়নি। শুরু হয় রাজনৈতিক তরজা। অভিযোগ ওঠে ছবিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থাকায় তা নন্দনে আনা হয়নি। তবে সেই বিতর্ক পাশে সরিয়েই দর্শকের মন জয় করে চলেছে দেব ও মিঠুনের 'প্রজাপতি'।