Prosenjit Varun: কলকাতায় এসে বাংলা গান, প্রসেনজিতের ছবির বাংলা গানে পা মেলালেন বরুণ ধবন
Prosenjit Varun: 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' -র গানের তালে আর বিশেষ সেই স্টেপে মজলেন বরুণ। নাচের শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছাও জানালেন আগামী ছবি মুক্তির জন্য

কলকাতা: তিলোত্তমায় এসে শুধু নিজের ছবির প্রচার নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে বাংলা গানের তালে পা মেলালেন বরুণ ধবন (Varun Dhawan)। সামনেই মুক্তি পাচ্ছে 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' (Prosenjit Weds Rituparna)-র। আর এই ছবিরই টাইটেল ট্র্যাকে প্রসেনজিৎ-এর সঙ্গে পা মেলালেন বরুণ।
গতকাল অর্থাৎ মঙ্গলবার শহরে এসেছিলেন বরুণ ধবন ও কৃতি শ্যানন। সামনেই মুক্তি পাচ্ছে তাঁদের আগামী ছবি 'ভেড়িয়া' (Bhediya)। আর সেই ছবির প্রচারেই তিলোত্তমায় এসে ট্রামে চড়লেন বরুণ-কৃতি। মজলেন কলকাতার মিষ্টিতে। এদিন তাঁদের সঙ্গ দিতে প্রচারে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খোদ। মঞ্চে বরুণের পাশেই রইলেন তিনি।
আরও পড়ুন: Fatima Sana Shaikh: আমির কন্যা ইরা ও তাঁর হবু স্বামীকে 'বিরক্তিকর' বললেন ফতিমা! পেলেন জবাবও
আর তারপরেই 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' -র গানের তালে আর বিশেষ সেই স্টেপে মজলেন বরুণ। নাচের শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছাও জানালেন আগামী ছবি মুক্তির জন্য। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ।
View this post on Instagram























