![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Prosenjit Weds Rituparna: নতুন মোড়কে 'চোখ তুলে দেখো না কে এসেছে', ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার সেই নস্ট্যালজিয়া!
Prosenjit Weds Rituparna Update: ২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটি। এত বছর পরেও এখনও কার্যত সুপারহিট এই গানটি
![Prosenjit Weds Rituparna: নতুন মোড়কে 'চোখ তুলে দেখো না কে এসেছে', ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার সেই নস্ট্যালজিয়া! Prosenjit Weds Rituparna: Sosurbari Zindabad song is coming in a new avatar, know more about Prosenjit Weds Rituparna Prosenjit Weds Rituparna: নতুন মোড়কে 'চোখ তুলে দেখো না কে এসেছে', ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার সেই নস্ট্যালজিয়া!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/12/d8d80374ebce08cd3984857d4e52ca25166554520320349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ঋষভ বসু (Rishav Basu) আগেই জানিয়েছিলেন, এই ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) অভিনীত প্রায় সব ছবিরই অংশবিশেষ। তবে অবশ্যই নিজের মতো করে। আর এবার প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা (Prosenjit Weds Rituparna)-র টাইটেল ট্র্যাকের ঝলকে দেখা গেল সেই নস্ট্যালজিয়াই।
নিজের সোশ্যাল মিডিয়া পেজে নতুন ছবির গানের ঝলক শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানেই শোনা গিয়েছে, 'চোখ তুলে দেখো না কে এসেছে..' গানটি। ২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ (Sosurbari Zindabad) ছবিটি। এত বছর পরেও এখনও কার্যত সুপারহিট এই গানটি। নতুন ছবিতে নতুন মোড়কে ফিরিয়ে আনা হয়েছে এই গানটিকে।
আরও পড়ুন: Web Series: প্রথমবার ইশার বিপরীতে সৌরভ, ছকভাঙা চরিত্রে দেখা যাবে পায়েলকেও
ছবিতে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা দুজনে থাকলেও এই ছবির নায়ক নায়িকা ঋষভ আর ঈপ্সিতা। অভিনেতা বললেন, 'গোটা টিমের পরিকল্পনা হয়েছিল ছবির কথা এভাবেই ঘোষণা করব। 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'-এক্কেবারে পারিবারিক একটা ছবি। হিরো আছে, ভিলেন আছে, গান আছে... আর এই সমস্ত কিছু আমাদের ফিরিয়ে নিয়ে যাবে নব্বইয়ে দশক থেকে শুরু করে দুহাজারের নস্ট্যালজিয়ায়। ছবির নায়ক নায়িকা হিসেবে আমি আর ঈপ্সিতা থাকলেও বুম্বাদা আর ঋতুদিও ছবিতে থাকছেন। চিত্রনাট্যে টেনে আনা হয়েছে ওঁদের সব পুরনো ছবির কথাকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মা (Samrat Sharma)। প্রযোজনা করছে বুম্বাদার সংস্থা।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)