Dangal and Pushpa 2: 'দঙ্গল'-এর রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলল 'পুষ্পা ২', আমির খানের টিমের তরফ থেকে শুভেচ্ছা অল্লু অর্জুনকে
Allu Arjun: আমিরের প্রযোজনা সংস্থার তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে অল্লু অর্জুনকে।
কলকাতা: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম রেকর্ড রয়েছে 'দঙ্গল' (Dangal) ছবির। আমির খান (Amir Khan) অভিনীত এই ছবি বক্সঅফিসে রেকর্ড করেছিল। আর 'পুষ্পা' প্রায় ছুঁয়ে ফেলেছে এই ছবির রেকর্ড। আর সেই কারণেই আমির খানের প্রোযজনা সংস্থার পক্ষ থেকেই অল্লু অর্জুনকে (Allu Arjun) শুভেচ্ছা জানানো হয়েছে। ইতিমধ্যেই উল্লেখযোগ্য আয় করেছে 'পুষ্পা ২'। আর সেই কারণেই আমিরের প্রযোজনা সংস্থার তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে অল্লু অর্জুনকে। আমিরের প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি 'এক্স' করে বলা হয়েছে, 'আমির খানের প্রযোজনা সংস্থার তরফ থেকে অজস্র শুভেচ্ছা গোটা 'পুষ্পা ২'-এর টিমকে। এই ছবির দূর্দান্ত সাফল্যের জন্য। আশা করি এই সাফল্য আরও এগিয়ে যাবে।' আর এই এক্সটিকে রি-এক্স করে অল্লু অর্জুন লিখেছেন, 'অনেক ধন্যবাদ আমির খানের প্রযোজনা সংস্থার টিমকে। গোটা টিমকে আমার তরফ থেকেও শুভকামনা।'
নীতেশ তিওয়ারি পরিচালিত দঙ্গল-এর রেকর্ডকে প্রায় ছুঁয়ে ফেলেছে 'পুষ্পা ২'। অল্লু অর্জুনের ছবি ২৫ দিনে ব্যবসা করেছে ১৭৬০ কোটি টাকার। অন্যদিকে, ২০১৬ সালে মুক্তি পাওয়া আমির খানের ছবি 'দঙ্গল' আয় করেছিল ২০৭০.৩ কোটি টাকা। মনে করা হচ্ছে, এইভাবে চলতে থাকলে, কিছুদিনের মধ্যেই আমির খানের 'দঙ্গল'-এর রেকর্ডকে ছুঁয়ে ফেলবে 'পুষ্পা ২'। আর সেই কারণেই আমির খানের টিমের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
অন্যদিকে, নতুন বছর মানেই তো নতুন কিছু শুরু করা। নতুন কিছু শুরু করবেন অল্লু অর্জুন (Allu Arjun)-ও। তবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বছরের শেষে নয়, ডিসেম্বরের একেবারে শুরুতে। নতুন ছবি 'পুষ্পা ২' (Pushpa 2) মুক্তির পরেই। কী সেই সিদ্ধান্ত? অল্লু অর্জুন নাকি ছবির কারণেই দীর্ঘদিন ধরে দাড়ি রাখছিলেন। গত পাঁচ বছর থেকে কার্যত একটি লুকে ছিলেন অল্লু অর্জুন। আর ছবি মুক্তির পরেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই লম্বা দাড়ি গোঁফ তিনি কেটে ফেলবেন। তার কারণ হিসেবে অল্লু অর্জুন দেখিয়েছিলেন, তাঁর মেয়ে আরহার নাকি একেবারেই অপছন্দ এই দাড়ি গোঁফ। সেই কারণেই মেয়ে আরহা তার কাছে ঘেঁষছে না অনেকদিন ধরেই। আর সেই কারণেই অল্লু অর্জুন দাড়ি-গোঁফ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই তাঁর এই বছরের নতুন রেজোলিউশন বলাই চলে।
Huge congratulations from AKP to the entire team of PUSHPA 2: THE RULE 🎉🎊 for the blockbuster success of the film!
— Aamir Khan Productions (@AKPPL_Official) December 31, 2024
Wishing you continued success onwards and upwards.
Love.
Team AKP@mythriofficial @aryasukku @alluarjun @iamRashmika #FahadhFaasil
আরও পড়ুন: Dev as Roghu Dakat: প্রযোজন এসভিএফ, পরিচালক ধ্রুব.. পুজোয় আসছে দেবের 'রঘু ডাকাত'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।