Pushpa 2: আর ৭৫ দিন পরেই... 'পুষ্পা ২'-এর নতুন পোস্টারে কিসের ইঙ্গিত ?
Pushpa 2 Poster: কিছুদিন আগেই এই ছবির আরেকটি পোস্টার, বলা ভাল ছবির দ্বিতীয় পোস্টার মুক্তি পায় যেখানে প্রথম পুষ্পারাজ এবং শ্রীভল্লি হিসেবে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানাকে দেখা যায়।
Pushpa 2 New Poster: আগামী ১৫ অগাস্ট সারা দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পুষ্পা ২- দ্য রুল'। ইতিমধ্যেই 'পুষ্পা'র সিকোয়েল নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সুকুমারের পরিচালনায় এই ছবির একটি গান ভারতে আগেই মুক্তি (Pushpa 2 New Poster Launch) পেয়েছে। শ্রীভল্লি আর পুষ্পারাজের সেই 'কাপল সং' ঝড় তুলেছে সিনেপ্রেমীদের মনে। আর এবার নতুন একটি পোস্টারে মুক্তির ইঙ্গিত দিলেন পুষ্পারাজ। শুরু হল কাউন্টডাউন। আর মাত্র ৭৫ দিন বাকি, তারপরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পুষ্পা- দ্য রুল'।
এই নতুন পোস্টারের (Pushpa 2 New Poster Launch) থিমটি ছবির কাহিনির অনুষঙ্গকেই তুলে ধরে। লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনুরাগীদের স্পটলাইটের আলোয় দেখা যায় পুষ্পারাজকে। তাঁর কাঁধে বন্দুক, পিছন ফিরে সে দাঁড়িয়ে আছে। তাঁর পরনে আগের মতই সিগনেচার স্টাইলে বাঁধা লুঙ্গি। বোঝাই যাচ্ছে দেশজুড়ে নিজের সাম্রাজ্য বিস্তার করতে আসছে পুষ্পারাজ।
কিছুদিন আগেই এই ছবির (Pushpa 2 New Poster Launch) আরেকটি পোস্টার, বলা ভাল ছবির দ্বিতীয় পোস্টার মুক্তি পায় যেখানে প্রথম পুষ্পারাজ এবং শ্রীভল্লি হিসেবে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানাকে দেখা যায়। তাঁর সঙ্গে মুক্তি পেয়েছিল এই ছবির দ্বিতীয় গান যা কিনা মোট ৬টি ভাষায় মুক্তি পায়। মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল এই গানটি মোট ৬টি ভাষায় গেয়েছেন। তেলুগুতে এই গানের নাম 'সুসেকি', তামিলে নাম 'সুড়ানা', হিন্দিতে নাম 'অঙ্গারোঁ', মালয়লি ভাষায় নাম 'কন্দালো', কন্নড়ে নাম 'নোদোকা', বাংলায় নাম 'আগুনের'। বাংলায় এই গানের কথা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
তবে এই গানটি আসলে 'বিহাইন্ড দ্য সিন' ভিডিয়ো। এখানে আল্লু অর্জুন এবং রশ্মিকাকে ক্যাজুয়াল পোশাকেই নাচের তালে মেতে উঠতে দেখা গিয়েছে। পরিচালক সুকুমার, কোরিগ্রাফার গণেশ আচার্যকে দেখা যায় এই গানের ভিডিয়োতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Uorfi Javed: ফুলে ঢোল চোখ-ঠোঁট-মুখ, তাতেই জুটছে কটাক্ষ! কী হয়েছে উরফির? খোলসা করলেন পোস্টে