Pushpa 2: শ্যুটিং স্থগিত অল্লু অর্জুনের 'পুষ্পা ২' ছবির? কেন?
'Pushpa 2' Shooting: সুকুমারের লেখা ও পরিচালিত 'পুষ্পা: দ্য রাইজ' ছবিটি মুক্তি পায় ২০২১ সালে। লাল চন্দন চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে উঠে আসা একজন কুলির যাত্রাকে দেখানো হয় ছবিতে।
নয়াদিল্লি: অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ব্লকবাস্টার 'পুষ্পা'র (Pushpa) দ্বিতীয় অংশের অপেক্ষায় অনুরাগীরা বহুদিন ধরেই। তবে তাঁদের হয়তো অপেক্ষা করতে হবে আরও বেশি দিন। বিভিন্ন সূত্র মারফত খবর, আপাতত শ্যুটিং বন্ধ রয়েছে 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule) ছবির। ফলে অনুরাগীদের উৎকণ্ঠা বাড়ছে।
'পুষ্পা ২'-এর শ্যুটিং স্থগিত?
অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' ঝড় তুলেছিল গোটা দেশের বক্স অফিসে। এই ছবির মুক্তির পর থেকেই দ্বিতীয় অংশের অপেক্ষায় অনুরাগীরা। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে ছবির। কিন্তু শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত ছবির যতটা অংশ শ্যুট হয়েছে তাতে বিশেষ সন্তুষ্ট নন পরিচালক সুকুমার। ফলে তিনি নাকি এখনের ফুটেজ মুছে ফেলে নতুন করে শুরু থেকে শ্যুটিং করার কথা ভাবছেন।
অন্যদিকে, অপর এক সূত্র মারফত খবর, 'পুষ্পা ২'-এর শ্যুটিং শুরু হবে অন্তত মাস তিনেক পর। ফলে বোঝাই যাচ্ছে ছবির মুক্তির তারিখও পিছিয়ে যাবে। অন্তত এই বছরে ছবির মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে। তবে ছবির শ্যুটিং স্থগিত হওয়া বা বন্ধ হওয়ার ব্যাপারে, বা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার ব্যাপারে, নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সুকুমারের লেখা ও পরিচালিত 'পুষ্পা: দ্য রাইজ' ছবিটি মুক্তি পায় ২০২১ সালে। লাল চন্দন চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে উঠে আসা একজন কুলির যাত্রাকে দেখানো হয় ছবিতে। প্রথম ছবির মতোই এই ছবিতেও দেখা যেত অর্জুন ও রশ্মিকাকে, শোনা যাচ্ছিল দ্বিতীয় ছবিতে তাঁদের সঙ্গে যোগ দিতে চলেছেন সাই পল্লবীর। গত মাসে বিভিন্ন সূত্র মারফত শোনা গিয়েছিল, সুকুমার কোনও প্রথম সারির বলিউড অভিনেতাকে 'পুষ্পা ২'-এ নেওয়ার কথা ভাবছেন, হয় তিন খানেক কেউ বা অজয় দেবগণ। তবে এই ব্যাপারেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন: Sam Manekshaw: স্যাম মানেকশর ১০৯তম জন্মবার্ষিকী, বিশেষ পোস্টে শ্রদ্ধা ভিকি কৌশলের
প্রসঙ্গত, আগামী ৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিন। শোনা যাচ্ছিল অভিনেতার জন্মদিনেই এই তেলুগু ব্লকবাস্টারের দ্বিতীয় পর্বের প্রথম টিজার প্রকাশ্যে আসবে। তবে এখন তাতেও বড় প্রশ্নচিহ্ন জুড়ল। এবারের ছবির গল্প আগের ছবি যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হওয়ার কথা। আগের ছবির শেষেই ফাহাদ ফাসিলের উত্থান দেখানো হয়েছিল। এবং বলাই বাহুল্য 'পুষ্পা ২' ছবিতে অল্লু অর্জুনের জীবনপথে কাঁটা হয়ে দাঁড়াবেন ফাহাদ ফাসিলই।