(Source: Poll of Polls)
'Pushpa' Actor Arrested: হেনস্থা, ব্ল্যাকমেইল! জুনিয়র আর্টিস্টের আত্মহত্যায় গ্রেফতার 'পুষ্পা'খ্যাত অভিনেতা
মৃতার পরিবারের দাবি,জগদীশের কারণেই নাকি মৃত্যু হয়েছে ওই মহিলা জুনিয়র আর্টিস্টের
গ্রেফতার হলেন ‘পুষ্পা’ খ্যাত (Pushpa) জনপ্রিয় অভিনেতা জগদীশ প্রতাপ বান্ডারি (Jagdeesh Pratap Bhandari)। কিন্তু কেন? জানা গিয়েছে, সম্প্রতি আত্মহত্যা করেন অভিনেতার প্রেমিকা। জগদীশের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং ব্ল্যাকমেল করার অভিযোগ আনা হয়েছে। গত ২৯ নভেম্বর, হায়দরাবাদে নিজের বাসভবনে আত্মহত্যা করেছেন মহিলা জুনিয়র আর্টিস্ট। সূত্রের খবর, ওই মহিলা জুনিয়র আর্টিস্টের সঙ্গে দীর্ঘদিন ধরে লিভ-ইন-এ ছিলেন তিনি।
মৃতার পরিবারের দাবি, জগদীশের কারণেই মৃত্যু হয়েছে ওই মহিলা জুনিয়র আর্টিস্টের। পরিবারের আরও অভিযোগ, দীর্ঘদিন তাঁকে নানা কারণে ব্ল্যাকমেল করতেন জগদীশ, নানা ভাবে হেনস্থা করতেন বলেও অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে। অল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ বান্ডারি (Jagdeesh Pratap Bhandari)। আর এ হেন বিখ্যাত অভিনেতাকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিনোদন মহলে।
পুলিশের তরফে জানানো হয়েছে গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। এর পরই তাঁর বাবা এসে থানায় অভিনেতা জগদীশের নামে অভিযোগ জানান। তাঁর কথা অনুযায়ী দীর্ঘদিন অভিনেতার হেনস্থা সহ্য করতে না পেরেই তাঁর মেয়ে এই চরম পথ বেছে নিয়েছেন।
মহিলা জুনিয়র আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। এর পরেই জগদীশের বিরুদ্ধে একাধিক প্রমাণ মেলে এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ২৭ নভেম্বর অন্য একটি পুরুষের সঙ্গে প্রেমিকাকে দেখেন জগদীশ। তিনি তখন তাঁদের ছবি এবং ভিডিয়ো তুলে রেখেছিলেন। এর পর সেগুলো দিয়েই প্রেমিকাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন। ব্যক্তিগত ছবি স্যোশাল মিডিয়ায় ফাঁস করে দেবেন বলেও হুমকি দেন বলে অভিযোগ। এই ঘটনার পরই ২৯ নভেম্বর আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। তিনিও একজন জুনিয়র আর্টিস্ট ছিলেন দক্ষিণের ইন্ডাস্ট্রির।