Rachana Banerjee: কাতারে বিশ্বকাপ দেখতে পৌঁছলেন রচনা বন্দ্যোপাধ্যায়, কোন দলের জন্য গলা ফাটাবেন?
FIFA World Cup 2022: অভিনেত্রীর কথায়, রোনাল্ডো, নেইমারকে খেলতে দেখতে না পেলেও কাতারে পৌঁছনোটাই বড় কথা। 'এখানে বিশ্বকাপ দেখা, এই অনুভূতিটাই বড়, গোটা জীবনের অভিজ্ঞতা একটা।'
সৌমিত্র রায়, দোহা: গোটা বিশ্ব এখন ফুটছে বিশ্বকাপ জ্বরে। বাকি সেমিফাইনাল ও ফাইনাল। কারও প্রিয় দল ইতিমধ্যেই ছিটকে গেছে কাপ জেতার দৌড় থেকে, কারও প্রিয় দল এখনও লড়ছে। এবার কাতারে পৌঁছে গেলেন বাংলা সিনে দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কাকে সমর্থন করছেন তিনি? কোন টিমের হয়ে গলা ফাটাবেন?
কাতারে ক্যামেরাবন্দি রচনা বন্দ্যোপাধ্যায়
কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে পৌঁছেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। লাল ড্রেসে হাজির এবিপি আনন্দের ক্যামেরার সামনে। পারস্য উপসাগরের তীরের ক্রুজে রয়েছেন অভিনেত্রী। কেমন লাগছে কাতারে? অভিনেত্রীর উত্তর, 'দুর্ধর্ষ, দুর্দান্ত। ভীষণ সুন্দর আবহাওয়া সবচেয়ে বড় কথা। অপ্রত্যাশিতভাবে প্রচণ্ড ঠান্ডা কিন্তু রোদও উঠছে। সকালে ভীষণ রোদ, বিকেল পাঁচটার পর হাড়হিম ঠান্ডা।'
আর্জেন্তিনার ম্যাচ রয়েছে, মেসির শেষ বিশ্বকাপ। উত্তেজনা কেমন রচনার? 'ইচ্ছে ছিল পোর্তুগাল বনাম আর্জেন্তিনা দেখার। আমার ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খুব বড় ভক্ত। তাই পোর্তুগাল নেই বলে খানিক দুঃখে রয়েছে। এখন মেসির জন্য দেখা। জীবনে প্রথম বিশ্বকাপ দেখতে এসেছি। সেই কারণে ভীষণ উত্তেজিত অবশ্যই, ছেলে আমার থেকেও বেশি উত্তেজিত। ওর জন্যই আসা, বিশেষ করে।'
অভিনেত্রীর কথায়, রোনাল্ডো, নেইমারকে খেলতে দেখতে না পেলেও কাতারে পৌঁছনোটাই বড় কথা। 'এখানে বিশ্বকাপ দেখা, এই অনুভূতিটাই বড়, গোটা জীবনের অভিজ্ঞতা একটা।'
View this post on Instagram
মূলত ছেলের ইচ্ছেতেই কাতারে যাওয়া। 'আমার আরও সুবিধা হয়েছে কারণ কাতারে প্রচুর চেনা মানুষ রয়েছেন। পরেরবার যেখানে হবে সেখানে চেনাজানা নাও থাকতে পারে, তাই এই সুযোগ মিস করিনি। ফলে এবারের বিশ্বকাপ দেখা, এগজিবিশনও করা হয়ে যাবে।'
আরও পড়ুন: Subhashree Ganguly: সময়ের আগেই বড়দিন হাজির! সান্তার সঙ্গে উদযাপনে মাতলেন শুভশ্রী-ইউভান
রচনা যদিও মনে প্রাণে চাইছেন মেসির হাতেই বিশ্বকাপ উঠুক, তবে কী ফল হয় তা তো জানা যাবে ১৮ ডিসেম্বরেই। অভিনেত্রীর মতোই গোটা বিশ্ব অধীর অপেক্ষায়।