Subhashree Ganguly: সময়ের আগেই বড়দিন হাজির! সান্তার সঙ্গে উদযাপনে মাতলেন শুভশ্রী-ইউভান
Yuvaan: কখনও সান্তাক্লজের সঙ্গে কোমর দুলিয়ে নাচ, কখনও তার সঙ্গে নানারকমের খেলায় মাতল খুদে, গাইল ক্রিসমাস ক্যারল। সাদা জ্যাকেট, বাদামি প্যান্ট, মাথায় সান্তা টুপি আবার কখনও চোখে সানগ্লাস।
কলকাতা: শহরজুড়ে শীতের আমেজ। বছরও শেষের পথে। ডিসেম্বরের মাঝামাঝিতে পৌঁছে গিয়েছি আমরা, মানেই শুরু উৎসবমুখর দিনের আগমন। টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সাম্প্রতিক পোস্টেও মিলল সেই ঝলক। পুঁচকে ইউভানকে (Yuvaan) নিয়ে মাতলেন বড়দিন উদযাপন (Christmas Celebration)।
ক্রিসমাস সেলিব্রেশনে শুভশ্রী-ইউভান
বড়দিন আসতে এখনও বেশ কিছুদিন বাকি। তবে তাতে কী! উদযাপনের আবার বিশেষ দিন থাকে না কি!!
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় রঙিন ভিডিও পোস্ট করলেন শুভশ্রী। সান্তাক্লজ ইউভানের কাছে সময়ের খানিক আগেই এসে গেছে এই বছর। তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডের আয়োজনে হয়ে গেল বড়দিনের উদযাপন। সেখানেই উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্গী অবশ্যই খুদে ইউভান।
View this post on Instagram
কখনও সান্তাক্লজের সঙ্গে কোমর দুলিয়ে নাচ, কখনও তার সঙ্গে নানারকমের খেলায় মাতল খুদে, গাইল ক্রিসমাস ক্যারল। সাদা জ্যাকেট, বাদামি প্যান্ট, মাথায় সান্তা টুপি আবার কখনও চোখে সানগ্লাস। পুঁচকে বয়সেই স্টাইল স্টেটমেন্ট একেবারে হিট! আরও একদল কচিকাঁচাদের সঙ্গে জমিয়ে কেটেছে সেলিব্রেশন তা বলাই বাহুল্য।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। নিজের ছবির প্রচার হোক বা ছেলের নানারকম কাণ্ডকারখানা, প্রায়ই বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। এই পোস্টেও অনুরাগীদের কমেন্টের বন্যা।