এক্সপ্লোর
মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ‘রইস’ ট্রেলার সুপারহিট

মুম্বই: ‘ডিয়ার জিন্দেগি’ সম্পর্কে চূড়ান্ত রায়ের সময় এখনও আসেনি। কিন্তু সাম্প্রতিককালে শাহরুখ খানের অন্যান্য সব ছবি ফ্লপ। ‘রইস’ কি এসআরকে-র কেরিয়ারের এই খরা কাটাতে পারবে? ছবির ট্রেলার দেখে শাহরুখের ভক্তমণ্ডলী তো এমনটাই দাবি করছে।
কিং খানের আগামী ছবি ‘রইস’ মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি। তার আগে বাজারে এসেছে ছবির ট্রেলার। প্রথম ৩ ঘণ্টা ৩৫ মিনিটেই তার 'লাইক' সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে, যা বলিউডে রেকর্ড। ‘সুলতান’-এর ট্রেলার এ ১০,০০০ 'লাইক' পেতে সময় লেগেছিল ৪২ ঘণ্টা, ‘দঙ্গল’ ৮ ঘণ্টা ৪৮ মিনিট। ‘শিবায়’ নিয়েছিল ২৩ ঘণ্টা আর ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ১২ ঘণ্টার মত। আড়াই মিনিটের এই ট্রেলার সোশ্যাল মিডিয়ায় সারাদিন রইসট্রেলার নামে একেবারে ওপরে ট্রেন্ড করেছে, শাহরুখ ভক্ত ও সমালোচক মহল সকলেই এই ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















