Rafa on Arijit: 'সঙ্গীতের ভগবান' অরিজিৎ! রাফাকে 'ধর্ম' মনে করিয়ে চূড়ান্ত কটাক্ষ
Rafa Yeasmin on Arijit Singh: জিয়াগঞ্জে গিয়ে অরিজিতের সঙ্গে দেখা করেন রাফা। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন সেই ছবি।
কলকাতা: জাতীয় মঞ্চে যাঁর গান শুনে মুগ্ধ হয়েছেন আট থেকে আশি। মাত্র ১৪ বছরের এই সঙ্গীতশিল্পীর সফর শুরু হয়েছিল বাংলা থেকেই। স্টার জলসার সুপার সিঙ্গার জুনিয়র থেকেই শুরু হয়েছিল তাঁর সফর। এরপরে জাতীয় মঞ্চে গান গেয়েও তিনি মন জিতে নিয়েছেন তাবড় তাবড় সঙ্গীতশিল্পীর। রাফা ইয়াসমিন (Rafa Yeasmin)। এই নামটির সঙ্গে পরিচিত হয়েছেন অনেকেই। বরাবরই নিজেকে অরিজিৎ সিংহের (Arijit Singh) অনুরাগী হিসেবে দাবি করে এসেছেন তিনি।
আর তাঁর সঙ্গীতের সূত্র ধরেই, সদ্য তিনি সুযোগ পেয়েছিলেন অরিজিৎ সিংহের সঙ্গে দেখা করার। জিয়াগঞ্জে গিয়ে অরিজিতের সঙ্গে দেখা করেন রাফা। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন সেই ছবি। তবে নেটিজেনদের একাংশের মোটেই পছন্দ হয়নি রাফা-র লেখা ক্যাপশন। কেন? কারণ রাফা অরিজিৎকে উল্লেখ করেছেন 'সঙ্গীতের ঈশ্বর' বলে। আর সেখান থেকেই কটাক্ষের স্বীকার হয়েছেন এই সঙ্গীতশিল্পী। এমনকি, ধর্মের উল্লেখ করেও কটাক্ষ শুনলেন কিশোরী গায়িকা।
অরিজিৎ সিংহের অনুরাগী রয়েছেন গোটা বিশ্ব জুড়েই। আর সেই দলে রয়েছেন কিশোরী রাফাও। রাফা মালদার মেয়ে। বাড়িতে সঙ্গীতচর্চার কোনও চল ছিল না। তবে মেয়ের প্রতিভা বুঝতে পেরে সবসময় সমর্থন করেছেন বাবা-মা। ক্ল্যাসিক্যাল থেকে শুরু করে নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত... যে কোনও বিষয়েই সমান সাবলীল এই গায়িকা। বাংলা থেকে শুরু করে তাঁর সফর গিয়েছে মুম্বই পর্যন্ত। জাতীয় মঞ্চে তিনি মুগ্ধ করেছেন অনু মলিক, শঙ্কর মহাদেবন, আশা ভোঁসলের মতো কিংবদন্তিদের।
সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহের সঙ্গে ছবি দিয়ে রাফা লিখেছেন, 'অবশেষে... আমার প্রেরণা, আমার আদর্শ অরিজিৎ সিংহের সঙ্গে দেখা হল। এখনও বিশ্বাস হচ্ছে না, আমি ওঁর বাড়ি গিয়েছিলাম। সত্যিই স্যার... আপনি ভীষণ সৎ, আবেগপ্রবণ, সংবেদনশীল আর আমার দেখা সেরা মানুষ। আপনি আমার সবচেয়ে প্রিয় সঙ্গীতশিল্পী। আমার চোখে, সঙ্গীতের ঈশ্বর। প্রণাম'
আর রাফার লেখা এই শেষ লাইনটি নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের। অনেকেই লিখেছেন, প্রশংসা করতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন রাফা। অনেকে আবার বলেছেন, ঈশ্বরের সঙ্গে তুলনা করা উচিত হয়নি মোটেই। রাফা মুসলমান। অনেকে আবার অরিজিতের মতো একজন হিন্দুকে নিজের 'ঈশ্বর' বলায় রাফাকে মনে করিয়ে দিয়েছেন তাঁর ধর্মের কথাও। তবে সোশ্যাল মিডিয়ায় এইসব কিছুর উত্তর দেননি রাফা।
আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: ফের বিদ্যুতের ডাকে বলিউডে রুক্মিণী মৈত্র, থাকছেন নোরা ফতেহিও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।