Binodiini-Ekti Natir Upakhyan: রুক্মিণীর সঙ্গে যোগ দিলেন চার তাবড় তারকা, প্রকাশ্যে 'বিনোদিনী'র স্টারকাস্ট
'Binodini' Cast: কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বসু, মীর ও ওম সাহানি যোগ দিচ্ছেন 'বিনোদিনী' ছবির স্টারকাস্টে। রামকমল মুখোপাধ্যায় যেদিন থেকে এই ছবির নাম ঘোষণা করেছেন তবে থেকেই একাধিক জল্পনা তৈরি হয়েছে।
কলকাতা: ছবির নাম ও মুখ্য ভূমিকায় অভিনেত্রীর নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির বাকি কলাকুশলীদের নাম। কথা হচ্ছে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত আসন্ন ছবি 'বিনোদিনী - একটি নটীর উপাখ্যান' (Binodiini Ekti Natir Upakhyan) নিয়ে। গতবছর সেপ্টেম্বর মাসের ঘোষণা সাড়া ফেলেছিল গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এবার সেই ছবি নিয়ে পরবর্তী ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। কারা কারা রয়েছেন সেই তালিকায়?
কারা রয়েছেন 'বিনোদিনী - একটি নটির উপাখ্যান' ছবিতে?
কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), রাহুল বসু (Rahul Bose), মীর (Mir) ও ওম সাহানি (Om Sahani) যোগ দিচ্ছেন 'বিনোদিনী - একটি নটীর উপাখ্যান' ছবির স্টারকাস্টে। পরিচালক রামকমল মুখোপাধ্যায় যেদিন থেকে এই ছবির নাম ঘোষণা করেছেন তবে থেকেই একাধিক জল্পনা তৈরি হয়েছে। নাম ভূমিকায় রুক্মিণী মৈত্র। ১৯ শতকের কিংবদন্তি থিয়েটার শিল্পী বিনোদিনী দাসীর চরিত্রে তাঁর প্রথম লুকও এসেছিল প্রকাশ্যে।
কৌশিক গঙ্গোপাধ্যায়কে এই ছবিতে গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে দেখা যাবে, যাঁর তত্ত্বাবধানে তৈরি হয়ে উঠেছিলেন বিনোদিনী। তাঁর জীবনে অনুঘটকের কাজ করেছিলেন গিরিশ ঘোষ। রাঙাবাবুর চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা রাহুল বসুকে। ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীরকে, যিনি বিনোদিনীর নিজের নামে থিয়েটার হওয়ার স্বপ্ন পূরণ করেছিলেন। অন্যদিকে ছোটপর্দার জনপ্রিয় মুখ ওম সাহানিকে দেখা যাবে বিনোদিনীর প্রেমিক কুমার বাহাদুরের চরিত্রে।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়, 'রামকমল যখন আমাকে গল্পটা শোনায়, আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওঁর একটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টি রয়েছে এবং এমন একটি সিনেমা তৈরি করার চেষ্টা করছেন যা একটি চোখের আরাম দেবে। আমরা গিরিশকে বিনোদিনীর দৃষ্টিকোণ থেকে দেখতে, যা বাকিদের কাছে নতুন।' অন্যদিকে রাহুল বসুর মতে, তাঁর চরিত্রটি একেবারে নায়ক সুলভ, যাঁকে দেখে যে কোনও মহিলা প্রেমে পড়তে বাধ্য। নিজের চরিত্র সম্পর্কে মীর বলেন, 'রামকমল চিত্রনাট্যটা শোনানোর পর আমি লজ্জ্বায় পড়ে যাই। আমি বিনোদিনী সম্পর্কে জানতাম ঠিকই কিন্তু এতটা গভীরে নয় যেখানে ওঁর দুঃখের কথাও জানব। তিনি বাংলা থিয়েটারকে প্রচুর দিয়েছেন, এখন তাঁর গল্প পর্দায় বলার সময় এসেছে।' ওম সাহানি বলেন, 'দেব দা আমার আদর্শ, তাঁর থেকে ফোন পেয়ে আমি তো অভিভূত হয়ে পড়েছিলাম। আমার জন্য বেশ চ্যালেঞ্জিং চরিত্র।'
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ 'ভ্যালেন্টাইন্স ডে' থেকে শুরু হবে ছবির শ্যুটিং। তার আগে নির্মাতাদের তরফে প্রকাশ করা হল বাকি শিল্পীদের নাম। প্রতীক চক্রবর্তীর 'প্রমোদ ফিল্মস' ও দেবের 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' প্রযোজনায় ও 'অ্যাসর্টেড মোশন পিকচার্স'-এর সহ প্রযোজনায় এই ছবিতে বাংলার সঙ্গে মুম্বইয়ের শিল্পীদের মেলবন্ধন দেখা যাবে। প্রযোজক দেবের কথায়, 'বাংলা থিয়েটার ১৫০ বছর ও বিনোদিনী দাসীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এটি।' তিনি আরও বলেন, 'যখন রামকমল এই প্রজেক্টের কথা বলে, আমার মনে হয়েছিল এই গল্পটা ঠিকভাবে আমাদের বলা প্রয়োজন। এই বিষয়ে ও প্রচণ্ড পরিশ্রম করছে এবং ওর নিষ্ঠার কোনও তুলনা হয় না।' ছবির অপর প্রযোজক প্রতীক চক্রবর্তী বলেন, 'রামকমলের দৃষ্টিভঙ্গীতে আমার বিশ্বাস আছে এবং ও গত দুই বছর ধরে এই বিষয়টা নিয়ে কাজ করছে। রুক্মিণী বাংলার একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী এবং ওঁরা দুজনেই পর্দায় জাদু সৃষ্টি করবেন!' দেবের সঙ্গে প্রযোজনায় হাত মেলানো প্রসঙ্গে তিনি বলেন, 'দেব তারকা এবং একজন সফল প্রযোজকও বটে। সিনেমা তৈরির সৃজনশীল ও আর্থিক দুই দিকই খুব ভাল বোঝেন। বিনোদিনীর মতো এমন একটা ছবির জন্য আমরা একসঙ্গে হাত মিলিয়েছি, আমি উচ্ছ্বসিত। '
আরও পড়ুন: Soham Chakraborty: 'লাল স্যুটকেসটা ফিরিয়ে দাও', দেব, প্রসেনজিৎ, মিমির কাছে কাতর আবেদন সোহমের
রুক্মিণী মৈত্রকে দেখা যাবে নাম ভূমিকায়। তিনি বলেন, 'আমি এই চরিত্রের জন্য গত এক বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। আমি এটার জন্য শুধু বাংলা সিনেমাই নয়, বলিউডের অফারও ফিরিয়ে দিয়েছি যাতে এই চরিত্রটাকে আমার ১০০ শতাংশ দিতে পারি। আমি সুদীপ্তা চক্রবর্তীর কাছে ওয়ার্কশপ করছি এবং পণ্ডিত বিরজু মহারাজের শিষ্য সৌভিকের কাছে কত্থকের তালিম নিচ্ছি। এত আবেগ দিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন রামকমল যে দর্শক তৎক্ষণাৎ একাত্ম হতে পারবেন।' ছবির গান লিখেছেন রামকমল নিজেই, সঙ্গীত পরিচালনার দায়িত্বে সৌরেন্দ্র ও সৌম্যজিত রয়েছেন।