Soham Chakraborty: 'লাল স্যুটকেসটা ফিরিয়ে দাও', দেব, প্রসেনজিৎ, মিমির কাছে কাতর আবেদন সোহমের
Laal Suitcase Ta Dekhechen: আসলে খুনসুটির মোড়কে নিজের নতুন ছবি 'এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন?'
কলকাতা: বিধায়কের লাল স্যুইটেস গায়েব! তোলপাড় খোঁজ চারিদিকে। হঠাৎ কিনা তিনি দেখেন, তাঁরই সহকর্মীরা দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে সেই 'লাল স্যুটকেস' নিয়ে! ব্যাস.. সোশ্যাল মিডিয়া ঘেঁটে তিনি খুঁজে বের করে ফেললেন লাল স্যুটকেস সহ সেইসব ছবি। আর তারপরে সব্বার কাছে তাঁর একটাই আবেদন.. স্যুটকেসটা যেন তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
এই বিধায়ক আর কেউ নয়, সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তিনি খুঁজে বের করেছেন দেব (Dev), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), পায়েল সরকার (Paayel Sarkar), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-কে। তাঁদের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়েছে সেই লাল স্যুইকেস। ব্যাপারটা কি?
আরও পড়ুন: Rakhi Sawant: 'সবাই হাসাহাসি করছে, আদিলকে সমর্থন করলে আমায় বয়কট করুন', কড়া বার্তা রাখীর
আসলে খুনসুটির মোড়কে নিজের নতুন ছবি 'এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন?' (L.S.D Laal Suitcase Ta Dekhechen?)-এর প্রচার করছেন সোহম। সায়নী ঘোষ (Sayoni Ghosh), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), লাবণী সরকার (Labony Sarkar), সুমিত সমাদ্দার (Sumit Samaddar), জুন মাল্য (June Maliah), অভিজিৎ গুহ (Abhijit Guha), সুব্রত মুখোপাধ্যায় (Subhadra Mukherjee) অভিনীত এই ছবি মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি। আর তার আগেই এই অভিনব প্রচার পন্থা বেছে নিয়েছেন সোহম।
অনুরাগীরা দিব্যি মজা পেয়েছেন এই প্রচার পন্থায়। অভিনেতা অভিনেত্রীরাও মজার উত্তর দিয়েছেন। কখনও তাঁদের চরিত্রের নামে ডেকে খুনসুটি করেছেন সোহম। আবার প্রসেনজিতের কাছে সোহমের অনুরোধ, তিনি যেন লাল স্যুটকেসে ভরে আশীর্বাদ পাঠান তাঁকে। প্রসঙ্গত, এই একই দিনে মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য্য, ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী অভিনীত 'মিথ্যে প্রেমের গান'।