Rahul-Debadrita: কলেজ জীবনের প্রেম, রাজনীতি.. সব অতীত ভুলে বিচ্ছেদের পথে রাহুল-দেবাদৃতা?
Rahul Dev Bose and Debadrita Basu: এই মিউজিক ভিডিওর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একটি গল্প। কলেজ জীবনে প্রেম, ভালবাসা, রাজনীতি আর তারপরে বদলে যাওয়া জীবন..

কলকাতা: ধারাবাহিকের জনপ্রিয় জুটি এবার মিউজিক ভিডিওতে। তবে... তাঁদের কেবল ধারাবাহিকের জনপ্রিয় জুটি বললে পুরোটা বলা হয় না। ব্যক্তিগত জীবনেও তাঁরা জুটি। রাহুল দেব বসু ( Rahul Dev Bose ) আর দেবাদৃতা বসু (Debadrita Basu)। তাঁদের রসায়ন দর্শকদের ভীষণ জনপ্রিয়। রিল আর রিয়েল লাইফের এই জুটির নতুন মিউজিক ভিডিও আসছে আগামী ৮ অগাস্ট। রবীন্দ্রসঙ্গীত 'তুমি রবে নীরবে'-কেই নতুনভাবে নিয়ে আসছেন পরিচালক পারমিতা বন্দ্যোপাধ্যায় (Paramita Banerjee)। গানটি গেয়েছেন সমন্তক সিংহ (Samantak Sinha)।
এই মিউজিক ভিডিওর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একটি গল্প। কলেজ জীবনে প্রেম, ভালবাসা, রাজনীতি আর তারপরে বদলে যাওয়া জীবন.. এই গল্পই ফুটে উঠেছে মিউজিক ভিডিও জুড়ে। গানটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। গানের প্রত্যেকটা কথাকে মাথায় রেখে যেন ফুটিয়ে তোলা হয়েছে দৃশ্যপটগুলি। এই রবীন্দ্রসঙ্গীত যেমন একদিকে প্রেমের গল্প বলে, অন্যদিকে একটা নিপুণ বিচ্ছেদের জাল বুনেছে গোটা গান জুড়েই।
এই গানের কাজ করে কেমন অভিজ্ঞতা হল? রাহুল দেব বসু বলছেন, 'ভালবাসা আর বিচ্ছেদের ক্ষেত্রে তো রবীন্দ্রনাথ কালজয়ী। প্রত্যেকটা প্রজন্মেই আমাদের মনে হয়, রবীন্দ্রনাথ যেন এই প্রজন্মের জন্যই গান কবিতা লিখে গিয়েছেন। সেই রবীন্দ্রনাথের গানেরই একটা নবীন রূপান্তর আমাদের মিউজিক ভিডিও। গানটা আপনারা সবাই চিনবেন। তুমি রবে নীরবে। নানা কারণে ভিডিওটা আমাদের জন্য স্পেশাল। ৩ সাড়ে ৩ বছর পরে একসঙ্গে আমি আর দেবাদৃতা কাজ করছি। আশা করছি মানুষের ভালবাসা পাবে। আশা করি সবার আমাদের কাজ পছন্দ হবে। দৃশ্যগুলো ভাল লাগবে। আমরা যেভাবে গানটাকে ভেবেছি, সেটা ভাল লাগবে। আমরা খুব আশা করে রয়েছি।'
এই কাজটি নিয়ে দেবাদৃতা বলছেন, '৮ অগাস্ট আমাদের 'তুমি রবে নীরবে' মিউজিক ভিডিওটা মুক্তি পাচ্ছে। এখনও অবধি সবাই টিজারটাকে খুব ভালবেসেছেন। তাই আমরা ভীষণ অপেক্ষায় রয়েছি। আমার কাছে এই মিউজিক ভিডিওটা আরও বিশেষ কারণ এটা একটা কলেজ প্রেমের গল্প। কলেজ প্রেম আমাদের সবার জীবনেই ভীষণ স্পেশাল আর নস্ট্যালজিক। সবাই যেন মিল খুঁজে পাই। সেই ব্যাপারটা আমাকেও ছুঁয়ে গিয়েছে। আমার লুক, আমার বাকি সবার সঙ্গে বন্ডিং, রাহুলের সঙ্গে বন্ডিং.. সবকিছু ভারি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আমাদের মিষ্টি পরিচালক পারমিতা। আশা করছি সবার খুব ভাল লাগবে মিউজিক ভিডিওটা। আর এই মিউজিক ভিডিওটা দেখে কারোর যদি নিজেদের প্রেমের গল্প বা নিজেদের আঘাত পাওয়ার গল্প শেয়ার করতে ইচ্ছে করে, সেটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে। আমাদের জানতে পারলে ভাল লাগবে। প্রত্যেকের সঙ্গে কাজ করেই খুব ভাল লেগেছে। সুরিন্দর ফিল্মকে ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। '






















