জীবনের প্রথম সফর, মা শুভশ্রীর হাত ধরে সমুদ্র দেখল ইউভান
ছোট্ট ছোট্ট পায়ে বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে একরত্তি। তার হাত ধরে রয়েছে মা। ক্যামেরায় চোখ রাখলেন বাবা রাজ চক্রবর্তী।
কলকাতা: ছোট্ট ছোট্ট পায়ে বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে একরত্তি। তার হাত ধরে রয়েছে মা। ক্যামেরায় চোখ রাখলেন বাবা রাজ চক্রবর্তী। সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখলেন, 'মায়ের হাত ধরে, তাঁর পায়ের ছাপ অনুসরণ করে, ইউভান প্রকৃতির সমস্ত অভিজ্ঞতা লাভ করতে বেরিয়ে পড়ল'। ছবিতে দেখা গেল, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হাত ধরে হেঁটে যাচ্ছে ছোট্ট ইউভান। পিছনে দুলছে নীল সমুদ্রের ঢেউ।
জন্মদিনের আগে প্রথমবার সমুদ্র দেখল ইউভান। করোনা পরিস্থিতিতে এই প্রথম বাড়ি থেকে দূরে রাজ-পুত্র। আগামী ১২ তারিখ এক বছরে পা দেবে ইউভান। সোশ্যাল মিডিয়ায় তার ছোট ছোট মজার মুহূর্ত হামেশাই শেয়ার করে নেন বাবা রাজ চক্রবর্তী ও মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কখনও আম খাওয়া আবার কখনও গাড়ি চালানো, ইউভানের কাজ দেখে ভালোবাসা উপচে দিয়েছএন নেটিজেনরা।
সম্প্রতি হামলার শিকার হয়েছিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ রাজ। তবে সেই হামলা গুরুতর নয় বলেই জানিয়েছিলেন রাজ-পত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ সোশ্যাল মিডিয়ায় ফের খোশমেজাজেই দেখা গেল পরিচালককে। বরাবরের মতই ইউভানের সঙ্গে খুনসুটিতে মাতলেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় ইউভানের গাড়ি চালানোর ভিডিও শেয়ার করে রাজ লিখলেন, 'আমার মনে হয়, ইউভানে এবার গাড়ি চালানোর জন্য একেবারে তৈরি। এবার খালি ওর ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে দিতে হবে। আর তারপরেই ও আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে।' ক্যাপশান শেষে রাজ ট্যাগ করেছেন মা শুভশ্রীকে। কমেন্টে শুভশ্রীও ইউভানকে আদর জানিয়ে লিখেছেন, 'আমার স্মার্টি'।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে রাজ লেখেন, 'আমার সাড়ে ৯ মাসের ছেলে ইউভান দু চাকা ছেড়ে এবার চার চাকার গাড়ি চালানো শিখছে।' ছবির নিচে রাজ জুড়ে দেন লকডাউন বেবির ট্যাগও। ইউভানের গাড়ি চালানোর মিষ্টি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রীও। লিখেছেন, 'আমার হৃদয়।'
সম্প্রতি নিজের পালসার বাইকে ইউভানকে বসিয়ে ছবি শেয়ার করেছিলেন রাজ। নিজের প্রথম কেনা গাড়িতে ছেলেকে বসিয়ে ক্যাপশানে নস্টালজিয়া লিখেছিলেন রাজ। ছবির ক্যাপশানে রাজ লিখেছিলেন, ' এই Pulsar 150 বাইকটা আমার প্রথম নিজের গাড়ি। ২০০৩ সালে আমি এই বাইকটা কিনি আমার প্রথম উপার্জন দিয়ে। এখন এইটা ইউভান চালানোর চেষ্টা করছে।খুব তাড়াতাড়ি বড় হয়ে ইউভান এই বাইকটা চালানো শিখে যাবে।'