Shilpa Shetty: শিল্পা শেট্টির সঙ্গে মিলে ৬০ কোটি টাকা সত্যিই প্রতারণা করেছেন? মুখ খুললেন রাজ কুন্দ্রা
Raj Kundra: মুম্বইয়ের অর্থনৈতিক ক্রাইম ব্রাঞ্চ (ইওডব্লিউ) রাজ কুন্দ্রার বিরুদ্ধে সমন জারি করেছে

কলকাতা: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra) ফের খবরের শিরোনামে। তাঁদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ আনা হয়েছে। শিল্পা ও রাজের বিরুদ্ধে জারি হয়েছে লুকআউট নোটিসও। আর এবার এই বিষয়ে মুখ খুললেন, রাজ কুন্দ্রা। এতদিন এই বিষয়ে মুখ খোলেননি রাজ বা শিল্পা কেউই। তবে অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন রাজ। কী জানালেন তিনি?
রাজ বা শিল্পা শেট্টি এখন কেউই দেশের বাইরে যেতে পারবেন না। তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছে। এবার রাজ কুন্দ্রা এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন, 'সত্যিটা সামনে আসবেই।' সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা বলেন, 'আমি আর শিল্পা নির্দোষ। অপেক্ষা করুন এবং দেখুন ভবিষ্যতে কী হয়। এটাই জীবন। আমি বা শিল্পা কেউই এই বিষয়ে কিছু বলিনি কারণ আমরা কোনও দোষ করিনি। আমরা জানি সত্যিটা সামনে আসবেই। জীবনে প্রত্যেক মুহূর্তে বিতর্ক হয়। আমি আবার বলছি, আমরা কিছু ভুল করিনি, আগামী দিনেও করব না।'
প্রসঙ্গত, মুম্বইয়ের অর্থনৈতিক ক্রাইম ব্রাঞ্চ (ইওডব্লিউ) রাজ কুন্দ্রার বিরুদ্ধে সমন জারি করেছে। সেই সমনে, রাজ কুন্দ্রাকে ১০ই সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে এর জন্য সময় চেয়েছিলেন। এরপরে রাজকে ১৫ই সেপ্টেম্বর ইওডব্লিউ-এর সামনে হাজির হতে বলা হয়। লোটাস ক্যাপিটাল ফাইনান্সিয়াল সার্ভিসের পরিচালক দীপক কোঠারী রাজ ও শিল্পা শেট্টির নামে জুহু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। কোঠারী অভিযোগ করেছেন যে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে, তিনি শেঠি এবং কুন্দ্রা দ্বারা পরিচালিত বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ব্যবসার প্রসারের জন্য ৬০.৪৮ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।
রাজ কুন্দ্রার ছবির প্রচারে শিল্পা
ফারহা খান একটি নতুন শো লঞ্চ করেছেন । সেখানে তিনি বিভিন্ন তারকাদের বাড়ি যান, আর সেখানে গিয়ে তিনি ঘুরে দেখান সেই সমস্ত তারকাদের অন্দরমহল । শুধু তাই নয়, তারকাদের একেবারে ঘরে বসে, বিভিন্ন মজার গল্পও তুলে আনেন তিনি । আর এবার, সেই পালা শিল্পা শেট্টির । ফারহা খান সদ্যই পৌঁছে গিয়েছিলেন শিল্পা শেট্টির বাড়িতে । সেখানে গিয়ে শিল্পা শেট্টির সঙ্গে মজার গল্পে মাতেন তিনি । আর সেখানেই শিল্পা স্বীকার করেন, তিনি নাকি একজন 'সর্দারজি'-র প্রেমে পড়েছেন! রাজ নাকি বাড়িতে থাকছেন না, আর সেই 'সর্দারজি'-ই নাকি থাকছেন শিল্পার বাড়িতে ।
আসল বিষয় আলাদা । শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহর’ । এই ছবি মুক্তির আগেই রাজ ঘোষণা করেছিলেন, তাঁর প্রথম দিনের ছবির আয় তিনি পঞ্জাবের বন্যাত্রাণে দান করবেন । এই ছবিতে, একজন সর্দারের চরিত্রে দেখা গিয়েছে রাজকে । মাথায় পাগড়ি, মুখে দাড়ি, রাজকে এই বেশে চেনাই দায় । আর সেই কথাই মজা করে বলেছেন শিল্পা । রাজ নাকি বাড়ি থেকে চলে গিয়েছেন আর সেই সুযোগে এক 'সর্দারজি'-এসে থাকছেন শিল্পা শেট্টির সঙ্গে । মোট কথা, শিল্পা তাঁর স্বামীর ছবির প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন ।






















