Raj-Subhasree: বয়স মাত্র ৪ দিন, অভিনেতা-প্রযোজকের থেকে নায়িকা হওয়ার অফার এল শুভশ্রী-কন্যার!
Ankush Hazra: আজ সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেটি আসলে তাঁর বন্ধু, অঙ্কুশ হাজরা-র স্টেটাসের স্ক্রিনশট
কলকাতা: সদ্য পৃথিবীর এসেছে সে। হোক না তারকাসন্তান... তাই বলে মাত্র ৪ দিন বয়সেই নায়িকা হওয়ার অফার! আর সোশ্যাল মিডিয়ায় সেই খবরই দিলেন নতুন মা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। তাঁর একরত্তি কন্যা ইয়ালিনি নাকি ইতিমধ্যেই এক অভিনেতা-প্রযোজকের কাছ থেকে পেয়ে গিয়েছে নায়িকা হওয়ার অফার! কে তিনি?
আজ সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেটি আসলে তাঁর বন্ধু, অঙ্কুশ হাজরা-র (Ankush Hazra) স্টেটাসের স্ক্রিনশট। ইনস্টাগ্রামে হামেশাই এই খেলায় মাতেন তারকারা। সেখানে অনুরাগীরা বিভিন্ন প্রশ্ন পাঠান সেই অভিনেতা বা অভিনেত্রীকে... আর তার উত্তর দেন তিনি। সেখানেই এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনিকে নিয়ে কিছু বলতে। সেখানে অঙ্কুশ লেখেন, 'আমার ভবিষ্যৎ নায়িকা'। সেইসঙ্গে জুড়ে দেন একটি হ্যাশট্যাগও। ইয়ালিনি ও অঙ্কুশের নামের আদ্যক্ষর দিয়ে তৈরি হ্যাশট্যাগ 'ইয়ালকুশ'।
এই স্ক্রিনশট নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। অনেকেই বলছেন, জন্মেই কি নায়িকা হয়ে গিয়েছে ইয়ালিনি? তবে গোটা বিষয়টি হয়েছে নিছক মজার ছলে। খুদের বয়স মাত্র ৪ দিন। গত ৩০ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে ইয়ালিনির। এখনও তার ছবি প্রকাশ্যে আনেননি রাজ বা শুভশ্রী কেউই।
গতকাল সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকেই একটি ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। 'রাজকুমারী'-র নাম রাখা হয়েছে ইয়ালিনি। এই নামের অর্থ সরস্বতী ও বা শ্বেতশুভ্র। সদ্য সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লিখেছেন, 'যাঁরা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে পারিনি। আমি প্রত্যেকের ভালবাসায়, শুভেচ্ছায় অভিভূত, উচ্ছ্বসিত। নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।' এই লেখার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা।
২০১৮ সালের মে মাসে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ে হয়। এলাহি আয়োজন ও অনুষ্ঠানে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন পরিচালক ও নায়িকা। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে পুচকে ইউভান। খুদেকে ঘিরেই দম্পতির দুনিয়া। তার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী। এবার তিনি কিছুদিন ব্যস্ত থাকবেন মেয়েকে নিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।