(Source: ECI/ABP News/ABP Majha)
RRR Award: 'সেরা বিদেশি ভাষার ছবি' আরআরআর, রাজামৌলির ঝুলিতে ফের আন্তর্জাতিক পুরস্কার
Rajamauli Film: সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজামৌলি আর ছবির নায়কের পুরস্কার নেওয়ার ছবি। গাঢ় বাদামি কুর্তার সঙ্গে লাল আর ধূসর মাফলার পরেছিলেন পরিচালক
মুম্বই: ফের আরও এক পালক 'আর আর আর' (RRR)-এর মুকুটে। এস এস রাজামৌলি (S S Rajamauli) পরিচালিত এই ছবি 'ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম' (Best Foreign Language Film) বিভাগে 'ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড' (Critics' Choice Award) পুরস্কার পেল। ফের ভারতের মুখ উজ্জ্বল করে আন্তর্জাতিক পুরস্কার জিতল এই ছবি।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজামৌলি আর ছবির নায়কের পুরস্কার নেওয়ার ছবি। গাঢ় বাদামি কুর্তার সঙ্গে লাল আর ধূসর মাফলার পরেছিলেন পরিচালক। এই ছবির গান 'নাটু নাটু' ইতিমধ্যেই জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব। ভারতে প্রথমবার গোল্ডেন গ্লোব সম্মান নিয়ে এল এই গান।
২৮তম 'ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড'-এর ট্যুইটার পেজ থেকে ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানানো হয়েছে। শুধু একটি পুরস্কারই নয়, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে 'বেস্ট অরিজিনাল সং', সেরা মৌলিক গানের পুরস্কারও জিতে নিয়েছে 'নাটু নাটু'। মুক্তির এক বছরের মধ্যেই ৩০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার এসেছে এই তেলুগু ছবির ঝুলিতে। মোট ৩৩টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই ছবিটি।
আরও পড়ুন: Siddharth Malhotra: কিয়ারার সঙ্গে বিয়ের গুঞ্জনের মধ্যেই সিদ্ধার্থের মুখে প্রাক্তন বান্ধবীর কথা!
এই ছবিতে রাজুর চরিত্রে রাম চরণ ও ভীমের চরিত্রে জুনিয়র এনটিআর তো দর্শকদের মন জয় করেইছেন, সেই সঙ্গে আলিয়া ভট্ট, অজয় দেবগণ ও শ্রিয়া শরণের উপস্থিতিও মানুষকে কাছে টেনেছে। রয়েছেন ব্রিটিশ অভিনেতা রে স্টিভেনসন ও অ্যালিসন ডুডি।
Cheers on a well deserved win @RRRMovie 🥂! pic.twitter.com/f3JGfEitjE
— Critics Choice Awards (@CriticsChoice) January 16, 2023