India's Laughter Champion: কমেডির জগতে 'পমেডি', নতুন তারকার উদয়
প্রতিযোগীদের একের পর এক অসাধারণ পারফরম্যান্সে কে শেষ পর্যন্ত বিজয়ীর ট্রফি হাতে তোলেন, তা দেখার অপেক্ষায় ছিলেন দর্শকেরা।
মুম্বই: শনিবার শেষ হয়েছে টেলিভিশনের জনপ্রিয় লাফটার শো 'ইন্ডিয়াস লাফটার চ্যাম্পিয়ন' (India's Laughter Champion)। শেষ মুহূর্তে ফাইনালিস্ট হিসেবে ছিলেন নীতেশ শেট্টি, ভিগনেশ পাণ্ডে, জয়বিজয় সচন, হিমাংশু ভাভন্ডর এবং রজত সুদ (Rajat Sood)। প্রায় দু মাস ধরে চলা এই লাফটার শো খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের কাছে পছন্দের হয়ে ওঠে। প্রতিযোগীদের একের পর এক অসাধারণ পারফরম্যান্সে কে শেষ পর্যন্ত বিজয়ীর ট্রফি হাতে তোলেন, তা দেখার অপেক্ষায় ছিলেন দর্শকেরা। আর শেষ হাসি হাসলেন 'পমেডি' স্টার রজত সুদ। লাফটার শো জেতার পর তিনি জানালেন যে এবার তিনি কী করতে চান।
'ইন্ডিয়াস লাফটার চ্যাম্পিয়ন' বিজয়ী রজত সুদের ভবিষ্যত পরিকল্পনা-
নীতেশ শেট্টি, ভিগনেশ পাণ্ডে, জয়বিজয় সচন, হিমাংশু ভাভন্ডরকে হারিয়ে 'ইন্ডিয়াস লাফটার চ্যাম্পিয়ন' হলেন রজত সুদ। প্রথম দিন থেকেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তাঁর 'পমেডি'র জন্য। পমেডি মানে বুঝলেন না? পোয়েট্রির সঙ্গে কমেডি মিলিয়ে পমেডি। নতুন কায়দায় দর্শকদের হাসানোর সঙ্গে সঙ্গে তাঁদের মনোরঞ্জন করেন রজত। শো শেষে বিজয়ীর ট্রফি এবং প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা বাড়ি নিয়ে গেলেন।
আরও পড়ুন - Hrithik Roshan: অনুরাগীর সঙ্গে এ কী করলেন হৃত্বিক রোশন! ভিডিও ভাইরাল মুহূর্তে
শো শেষে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানালেন রজত সুদ। জানালেন, জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে কাজ করতে চান তিনি। রজত সুদ বলেন, 'আমি এখন দারুণ অনুভব করছি। কৃতজ্ঞও অনুভব করছি। আসলে এখন মিশ্র অনুভূতি হচ্ছে আমার। ঠিক বলে বোঝাতে পারব না। কখনও মনে হচ্ছে, এই যে এত বড় শো জিতে যে সম্মান পেলাম, তার জন্য অনেকটা দায়িত্ব এসে পড়ল আমার উপর। এখন আমাকে আরও বেশি ভালো পারফর্ম করতে হবে। পরবর্তীকালে আমি আরও যে সমস্ত শোয়ে পারফর্ম করব, তা যেন নজরকাড়া হয়। সবমিলিয়ে আমি খুব খুশি। মনে আছে, আমি আমার ঘরে বসে থাকতাম, আর মাঝেমধ্যেই হাসতাম। আমার রুমমেটরা ভাবত, আমি বুঝি পাগল হয়ে যাচ্ছিষ আমি দেওয়ালের দিকে তাকিয়ে হাসতাম। ওরা আমাকে ডাক্তার দেখানোর কথাও বলেছিল। এখন ওরা মজা করে বলছে যে, আমি যে টাকা প্রাইজ জিতেছি, তা দিয়ে এবার ডাক্তার দেখিয়ে নিই।'
রজত সুদ জানান, একবার তিনি 'দ্য কপিল শর্মা শো'-এ অডিয়েন্স হিসেবে গিয়েছিলেন। এখন তিনি সেখানে পারফর্ম করতে চান। রজত বলেন, 'জানুয়ারিতে আমি 'দ্য কপিল শর্মা শো'-এ দর্শক হিসেবে গিয়েছিলাম। একজন শিল্পী হিসেবে আমি ওই শো দারুণ উপভোগ করি। ওখানে যে তারকারা আসেন, তাঁদের সামনে পারফর্ম করতে চাই। যদি ওখানে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাই, তাহলে আরও শক্তিশালী হবো।'