Rajeev Charu: জিয়ানার অন্নপ্রাশন, লাল শাড়িতে, সিঁদুরে রাজীবের পাশেই মা চারু
ধীরে ধীরে বড় হয়ে উঠছে রাজীব সেন ও অশোপা চারুর একরত্তি কন্যা জিয়ানা। সদ্য তাঁর অন্নপ্রাশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন বাবা-মা
মুম্বই: ধীরে ধীরে বড় হয়ে উঠছে রাজীব সেন (Rajeev Sen) ও অশোপা চারুর (Ashopa Charu) একরত্তি কন্যা জিয়ানা (Ziana)। সদ্য তাঁর অন্নপ্রাশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন বাবা-মা। তবে সেখানে অনুষ্ঠানের কোনও ছবি দেখা গেল না। লাল শাড়িতে সাজলেন চারু, পাশে সাদা পাঞ্চাবিতে রাজীব। কোলে একরত্তি জিয়ানা।
জিয়ানার অন্নপ্রাশন
সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল নাকি, আলাদা হয়ে যেতে চলেছে রাজীব-চারুর সংসার। একসঙ্গে ছবি শেয়ার করেন না তাঁরা দীর্ঘদিন। সোশ্যাল মিডিয়ায় জিয়ানার সঙ্গে একাই ছবি ভাগ করে নেন চারু। অন্যদিকে রাজীবের পোস্টে মনখারাপের ছোঁয়া দেখেছিলেন নেটাগরিকরা। জিয়ানার সঙ্গে অনেকদিন দেখা হয়না বলে মনখারাপ করেছিলেন রাজীব। দুয়ে দুয়ে চার করে নিয়ে নেটাগরিকরা ভেবেছিলেন, বোধহয় সংসার ভাঙছে রাজীব-চারুর।
আরও পড়ুন: Shrimati: জুটিতে সোহম-স্বস্তিকা, ৮ জুলাই মুক্তি পাবে 'শ্রীমতী'
কিন্তু সমস্ত গুঞ্জন উড়িয়ে হোলির দিন এক ফ্রেমে ধরা পড়েন রাজীব-চারু। আর এবার তাঁদের ডেস্টিনেশন কাশ্মীর। টিউলিপ গার্ডেনে একসঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি দেখে মুগ্ধ অনুরাগীরাও। কালো টি শার্ট পরেছিলেন রাজীব। আর চারু বেছেছিলেন সাদা হলুদে ফিনফিনে শাড়ি। তাঁদের সঙ্গে দেখা গেল ছোট্ট জিয়ানাকেও। কেবল ছবি নয়, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছোট্ট রিলেও রাজীব চারুর রসায়ন জমজমাট।
এরপরেই কাশ্মীরে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে। ভূস্বর্গে ছুটি কাটানোর সময় সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন রাজীব ও চারু দুজনেই। সবসময়েই তাঁদের সঙ্গী ছিল জিয়ানা।
সদ্য ভাগ করে নেওয়া ছবিতেও পাশাপাশি হাসি মুখে দেখা গেল রাজীব ও চারুকে। পাশাপাশি হাসিমুখে বসে তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকেই ভেবেছেন, দূরত্ব ঘুঁচেছে এই দম্পতির। প্রিয় জুটিকে আবার একসঙ্গে দেখে খুশি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় মেয়েকে নিয়ে আদুরে ছবি আপলোড করেছেন চারুও। সেখানে গোলাপি পোশাকে দেখা গিয়েছে জিয়ানাকে।