এক্সপ্লোর
Advertisement
দেখুন: '২.০'-র মিউজিক লঞ্চ: সিনেমার পোস্টার নিয়ে স্কাই ডাইভিং, জমকালো এন্ট্রি অক্ষয় কুমারের
নয়াদিল্লি: সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমারের মেগা বাজেট সিনেমা '২.০'-র মিউজিক লঞ্চ হল দুবাইতে। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান সবার নজর কেড়ে নিয়েছে। সিনেমার পোস্টার নিয়ে স্কাই ডাইভিং, সঙ্গীত পরিচালক এ আর রহমানের লাইভ পারফরম্যান্স- আড়ম্বরে পরিপূর্ণ ছিল অনুষ্ঠান।
বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন সিনেমার সমস্ত কলাকুশলীরাই।
অক্ষয় কুমারের এন্ট্রি ছিল দেখার মতো।
বলিউডের জনপ্রিয় পরিচালক কর্ণ জোহর অনুষ্ঠানের সঞ্চালনা করলেন। মঞ্চে দেখা গেল 'বাহুবলী' সিনেমায় ভল্লালদেবের চরিত্রের অভিনেতা রাণা দুগ্গবাতি। অনুষ্ঠানের শুরুতেই মিউজিক লঞ্চের পোস্টার স্কাই ডাইভিংয়ের মাধ্যমে লঞ্চ করা হল।At the #2Point0AudioLaunch...good or bad who decides!!! @2Point0movie pic.twitter.com/pq5e2XWLI6
— Akshay Kumar (@akshaykumar) October 27, 2017
Up above the world so high... #2Point0AudioLaunch going to start soon! Who's excited? #2Point0 #2point0dxb pic.twitter.com/ejqUsw3MnR — 2.0 (@2Point0movie) October 27, 2017অনুষ্ঠানে যে খরচ হল, তাই দিয়েই একটা সিনেমা তৈরি করা যায়। জানা গেছে, মিউজিক লঞ্চ অনুষ্ঠানের জন্যই খরচ হয়েছে ১৫ কোটি টাকা। এই সিনেমার বাজেট ৪০০ কোটি টাকা। শুধু ভারতেই নয়, এশিয়ায় এত বেশি বাজেটের ছবি এই প্রথম। সিনেমাটি সারা বিশ্বে ৭০০০ পর্দায় মুক্তি পাবে। এই সিনেমায় প্রথমবার অক্ষয় কুমারকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। ৩ ডি তে শ্যুটিং হয়েছে সিনেমার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement