Rajinikanth Birthday: 'রজনীকান্ত স্যর'-কে জন্মদিনের শুভেচ্ছা টলিউড 'সুপারস্টার' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Rajinikanth Birthday: আজ রজনীকান্ত ৭১-এ পা দিলেন। আজ নিজের সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করেন বুম্বা দা। ধবধবে সাদা পোশাকে দুই সুপারস্টার এক ফ্রেমে। 'স্যর'কে শুভেচ্ছা জানিয়ে পোস্ট।
কলকাতা: 'থালাইভা' রজনীকান্তের জন্মদিনে (Happy Birthday Rajinikanth) শুভেচ্ছাবার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়া। একাধিক তারকা থেকে শুরু করে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। দক্ষিণী তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করেন বুম্বা দা। ধবধবে সাদা পোশাকে দুই সুপারস্টার এক ফ্রেমে। তবে প্রসেনজিতের ক্যাপশন দেখে মনে হচ্ছে যেন এক অনুরাগী অন্তর থেকে গুরুজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি লেখেন, 'কিংবদন্তি অভিনেতাকে জন্মদিনের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। রজনীকান্ত স্যর! আপনি যেন সবসময়ের মতো একইভাবে আমাদের অনুপ্রাণিত করতে থাকেন।'
View this post on Instagram
অন্যদিকে এদিন রজনীকান্তকে শুভেচ্ছা জানান তাঁর জামাই ও অপর দুর্ধর্ষ অভিনেতা ধনুশ। এর আগেও তাঁর একাধিক পোস্টে বোঝা গেছে যে রজনীকান্তকে তিনি কতটা ভালবাসেন, শ্রদ্ধা করেন, গুরু মনে করেন। এদিনও তাঁর অন্যথা হল না।
আরও পড়ুন: Rajinikanth Birthday: জন্মদিনে 'প্রিয় থালাইভা'কে শুভেচ্ছাবার্তা জামাই ধনুশের
আজ ৭১-এ পা দিলেন 'থালাইভা'। তবে কথায় বলে, রজনীকান্তের বয়স বাড়ে না, উল্টে তাঁর জন্মদিন এলে সময়েরই খানিক বয়স বেড়ে যায়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তৈরি একাধিক মিমেও তাঁর কীর্তির ঝলক উপচে পড়ে। জন্মদিনে রজনীকান্তকে শ্রদ্ধা।
আরও পড়ুন: Rajinikanth Birthday: নিজের কোন বিশেষ প্রিয় মানুষের জায়গায় রজনীকান্তকে রাখেন ঐশ্বর্য রাই?