এক্সপ্লোর
Advertisement
প্রত্যেকের সঙ্গে আলাদা করে ছবি তোলা যায় নাকি? ভক্তদের সঙ্গে গেট টুগেদার বাতিল করলেন রজনীকান্ত
চেন্নাই: ১২ তারিখ থেকে তাঁর ছিল ভক্তমণ্ডলীর সঙ্গে দেখা করার কথা। ৫দিন ধরে চলত এই সাক্ষাৎ। কিন্তু তার গেট টুগেদারের মাত্র ৪দিন আগে সুপারস্টার রজনীকান্ত জানিয়ে দিলেন, মিটিং ক্যানসেল। তাঁর হাজার হাজার ফ্যানকে দুঃখ সাগরে ভাসিয়ে দিয়ে।
যে বিবৃতি রজনীকান্তের অফিস থেকে এসেছে, তার সঙ্গে আছে একটি অডিও ক্লিপিংও। তাতে রজনী বলেছেন, এই গেট টুগেদার তিনি বাতিল করতে বাধ্য হচ্ছেন, কারণ ৫দিনের প্রতিদিন ২,০০০ ফ্যানের সঙ্গে আলাদা করে ছবি তোলা তাঁর পক্ষে সম্ভব হত না।
তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, শিগগিরই জেলায় জেলায় গিয়ে ফ্যানদের সঙ্গে দেখা করবেন তিনি, তখন আলাদা করে ফটো সেশনও হবে।
পাক্কা ১০ বছর পর ভক্তদের সঙ্গে এই সাক্ষাতের পরিকল্পনা করেন রজনী। তিনি জানিয়েছেন, প্রথমে ঠিক হয়েছিল, তিন থেকে চারটি জেলার ভক্তদের চেন্নাইয়ের রাঘবেন্দ্র ম্যারেজ হলে আমন্ত্রণ করা হবে। সেখানেই তাঁদের সঙ্গে দেখা করে গল্পগুজব করবেন তিনি, হবে খাওয়াদাওয়া। সবার সঙ্গে ছবিও তোলা হবে।
যেহেতু প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে ছবি তোলা কার্যত অসম্ভব, তাই ঠিক হয়, গ্রুপ ছবি তোলা হবে, ৮জনের মত থাকবেন এক একটি গ্রুপে। কিন্তু ফ্যানরা জানিয়ে দেন, তা চলবে না, প্রত্যেকেই রজনীর সঙ্গে আলাদা করে ছবি তুলতে চান। ফলে আপাতত এই গেট টুগেদার বাতিল করা ছাড়া আর উপায় ছিল না বলে রজনী জানিয়েছেন।
তবে শিগগিরই জেলা জেলায় গিয়ে ফ্যানদের সঙ্গে দেখা করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement