Dunki: কবে আসতে চলেছে শাহরুখ-তাপসীর 'ডাঙ্কি' ছবির টিজার? প্রকাশ্য়ে তারিখ
Dunki: 'ডাঙ্কি' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাহকে।
কলকাতা: রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' (Dunki) নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ঊর্ধ্বমুখী। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান (Shahrukh Khan) ও তাপসী পান্নু (Tapsee Pannu)। আর এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বলিউডসূত্রের খবর এই দীপাবলিতেই প্রকাশ্য়ে আসতে চলেছে এই ছবির টিজার।
প্রসঙ্গত, 'ডাঙ্কি' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা যাবে বাদশাহকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতা 'ফের ওই ইউনিফর্ম' পরতে খুবই উত্তেজিত। ছবির অ্যানাউন্সমেন্ট টিজারেও আর্মি লুকের ঝলক ছিল। এর আগে শাহরুখকে 'ফৌজি', 'যব তক হ্যায় জান', 'ম্যায় হুঁ না' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল।
জানা যাচ্ছে, ওটিটির জন্য় ১৫৫ কোটি টাকায় ইতিমধ্য়েই বিক্রি হয়েছে এই ছবির সত্ত্ব। বলিউড সূত্রে খবর, জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে এই ছবি।
এই বছরের শুরুতে মুক্তি পেয়েছে 'পাঠান'। এই ছবির হাত ধরে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরলেন কিং খান। তাঁর শেষ ছবি 'জিরো' বিশেষ সাফল্য লাভ করতে পারেনি বক্স অফিসে। কিন্তু সেই দুঃখ ভুলিয়েছে 'পাঠান'। বিপুল ব্যবসার সঙ্গে একের পর এক রেকর্ড ভাঙতে থাকে এই ছবি। এরপর ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই বছরে শাহরুখের দ্বিতীয় ছবি 'জওয়ান'।
আরও পড়ুন...
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়
উল্লেখ্য়, এই ছবির শ্যুটিং-এর জন্য় কাশ্মীর যাচ্ছিলেন কিং খান। আর সেখানেই ঘটেছিল বিপত্তি। কড়া নিরাপত্তার ঘেরাটোপ সত্ত্বেও শ্রীনগর বিমানবন্দরে নামতেই শাহরুখকে ঘিরে ধরেন ভক্তরা। কিং খানের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় চারিদিক। পরিস্থিতি চৃড়ান্ত বিশৃঙ্খল হয়ে পড়ে। গোটা ঘটনাটির ভিডিও ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল বাদশাহের ম্যানেজার পূজা দাদলানিকেও।
গত ২৫ এপ্রিল যে ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায়, কাশ্মীরে কিং খানকে সাদর অভ্যর্থনা জানানো হয়েছে। ট্যুইটারে শাহরুখ খানের একটি ফ্যানপেজ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছিল। যেখানে দেখা যাচ্ছিল ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে হেঁটে যাচ্ছেন শাহরুখ। আপাদমস্তক কালো পোশাকে নজরকাড়া বাদশাহ। অপর একটি ভিডিওয় শাহরুখের 'ডাঙ্কি' লুকেরও ঝলক মেলে। একটি ভিডিওয় দেখা যায় কাশ্মীরে ফুল, উত্তরীয় দিয়ে সাদরে অভ্যর্থনা জানানো হয় শাহরুখ খানকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন