Badhaai Do First Look: 'বধাই দো' ছবির ফার্স্ট লুক শেয়ার রাজকুমার-ভূমির
এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী ছবি 'বধাই দো'র ফার্স্ট লুক শেয়ার করে রাজকুমার রাও লেখেন, 'কাল আসছ আমাদের ছবির ট্রেলার। কাল আমাদের অভিনন্দন জানাবেন। যাই হোক আজকেও অভিনন্দন জানাতে চাইলে জানাতে পারেন।'
![Badhaai Do First Look: 'বধাই দো' ছবির ফার্স্ট লুক শেয়ার রাজকুমার-ভূমির Rajkummar Rao, Bhumi Pednekar unveil their first look from 'Badhaai Do' Badhaai Do First Look: 'বধাই দো' ছবির ফার্স্ট লুক শেয়ার রাজকুমার-ভূমির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/45e394bf5846b669997e1061e1576442_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: নতুন ছবির ঘোষণা গত বছরই করেছিলেন রাজকুমার রাও (Rajkumaar Rao) এবং ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। জানিয়েছিলেন খুব শীঘ্রই আসছে 'বধাই দো' (Badhaai Do)। আজ ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন তাঁরা। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন রাজকুমার-ভূমি।
এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী ছবি 'বধাই দো'র ফার্স্ট লুক শেয়ার করে রাজকুমার রাও লেখেন, 'কাল আসছ আমাদের ছবির ট্রেলার। কাল আমাদের অভিনন্দন জানাবেন। যাই হোক আজকেও অভিনন্দন জানাতে চাইলে জানাতে পারেন। আর গোপনে রাখতে রাখতে পারছি না। 'বধাই দো' ট্রেলার মুক্তি পাবে আগামীকাল।'
অন্যদিকে অভিনেত্রী ভূমি পেড়নেকরও 'বধাই দো' ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। ছবি শেয়ার করে তিনি লেখেন, 'আগামীকাল তো সমস্ত গোপনীয়তাই ফাঁস হয়ে যাবে। কারণ আগামীকাল মুক্তি পাবে 'বধাই দো' ছবির ট্রেলার। আর আমরা আসছি সিনেমাহলে। আমি খুবই উত্তেজিত।' শুধু ফার্স্ট লুকই নয়। তার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ২৭ সেকেন্ডের ভিডিওতে ছবির মজাদার কয়েকটি ছবি দেখা যাচ্ছে। বর-কনের পোশাকে রাজকুমার রাও এবং ভূমি পেড়নেকর নজর কাড়ছেন। তবে, ছবিতে নেটিজেনদের নজর কেড়েছে, রাজকুমার-ভূমির একে অপরের মুখে আঙুল দেওয়া ছবি।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: চিনতে পারছেন? ইনি এখন বলিউডের জনপ্রিয় নায়িকা
প্রসঙ্গত, জানা যাচ্ছে, 'বধাই দো' ছবিতে রাজকুমার রাও একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। আর অভিনেত্রী ভূমি পেড়নেকরকে দেখা যাবে স্কুলের শারীরশিক্ষার শিক্ষিকার ভূমিকায়। পরিচালক হর্ষবর্ধন কুলকার্নির এই ছবির আসলে জাতীয় পুরস্কার পাওয়া 'বধাই হো' ছবির সিক্যুয়েল। ছবিটি কবে মুক্তি পাবে সেই সম্পর্কে যদিও এখনও কোনও ঘোষণা করা হয়নি।
রাজকুমার রাওকে আগামীতে দেখা যাবে আরও বেশ কিছু ছবিতে। অন্যদিকে ভূমি পেড়নেকরের হাতেও রয়েছে একাধিক ছবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)