Bollywood Celebrity Updates: চিনতে পারছেন? ইনি এখন বলিউডের জনপ্রিয় নায়িকা
অভিনেতা অভিনেত্রীরা প্রায়শই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছোটবেলার দিনগুলোর ছবি শেয়ার করে স্মৃতি রোমন্থন করেন। রুপোলি পর্দায় যে তারকাদের দেখে তাঁদের রোমাঞ্চিত হন নেটিজেনরা।
মুম্বই: বলিউড তারকাদের ছেলেবেলার ছবি দেখে অবাক হতে হয়। অভিনেতা অভিনেত্রীরা প্রায়শই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছোটবেলার দিনগুলোর ছবি শেয়ার করে স্মৃতি রোমন্থন করেন। রুপোলি পর্দায় যে তারকাদের দেখে তাঁদের রোমাঞ্চিত হন, তাঁদের ছোটবেলার ছবি দেখে নেটিজেনরাও নিজেরাও তাঁদের স্মৃতির পাতায় ডুব দেন।
কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। ছবি শেয়ার করে লিখেছিলেন, 'যখন আমার খরগোশের মতো দাঁত ছিল'। নেট দুনিয়ায় অভিনেত্রীর ছোটবেলার ছবি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে লাইক কমেন্টে ভরিয়ে দেন নেটিজেনরা। তাঁদের মধ্যে ছিলেন বলিউডের অন্যান্য তারকারাও। কেউ ভালোবাসার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। আবার কেউ বলেছেন 'সুন্দর দাঁত'। 'আশিকি টু' অভিনেত্রীর ছোটবেলার ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল।
প্রসঙ্গত, সম্প্রতি নিজের মেকআপ আর্টিস্ট শ্রদ্ধার বিয়েতে কর্মকর্তা হিসেবে দেখা যায় শ্রদ্ধা কপূরকে (Shraddha Kapoor)। দুই শ্রদ্ধার পেশা আলাদা হলেও তাঁর একে অপরের খুব ভালো বন্ধু। শোনা যায়, বারো বছর ধরে মেকআপ আর্টিস্ট শ্রদ্ধার সঙ্গে বন্ধুত্ব অভিনেত্রী শ্রদ্ধার। বন্ধুর বিয়েতে উপভোগ করতে দেখা যায় অভিনেত্রীকে। সঙ্গে তাঁর সঙ্গে ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সম্পর্কে কথাও উঠে আসছে। যদিও শ্রদ্ধা কপূর কিংবা রোহন শ্রেষ্ঠা (Rohan Shreshtha) অফিশিয়ালি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি।
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরকে খুব শীঘ্রই দেখা যাবে পরিচালক লভ রঞ্জনের নাম ঠিক না হওয়া ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর কপূর। ছবির মুক্তি সম্পর্কে এখনও কিছু জানাননি নির্মাতারা।
আরও পড়ুন - SSR: ছবিতে কাজের সুযোগ না পেলে সুশান্তের প্ল্যান বি কী ছিল?