Rajkummar Rao PAN Card Misuse: আর্থিক প্রতারণার ফাঁদে রাজকুমার রাও, ক্ষতিগ্রস্ত সিবিল স্কোর
Rajkummar Rao PAN Card Misuse: তবে এই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারির শুরুর দিকে, অভিনেতা একটি ঘটনা শেয়ার করেছিলেন যেখানে তাঁর নাম ব্যবহার করে ৩ কোটি টাকা আদায় করা হয়েছিল।
নয়াদিল্লি: শনিবার আর্থিক প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। 'বধাই দো' (Badhaai Do) ছবির অভিনেতার প্যান কার্ডের (PAN card) বিবরণ অপব্যবহার করে তাঁর নামে ঋণ নেওয়া হয়েছে।
রাজকুমার রাওয়ের অভিযোগ
নিজের ট্যুইটার হ্যান্ডলে এদিন পোস্ট করে সমস্যার কথা জানান ৩৭ বছর বয়সী অভিনেতা। ট্যুইটে রাজকুমার লেখেন, 'ফ্রড অ্যালার্ট: আমার প্যান কার্ডের অপব্যবহার করা হয়েছে এবং ২,৫০০ টাকার মতো ছোট অঙ্কের টাকার লোন নেওয়া হয়েছে আমার নামে। এর ফলে আমার সিবিল স্কোর প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছে।'
#FraudAlert My pan card has been misused and a small loan of Rs.2500 has been taken on my name. Due to which my cibil score has been affected. @CIBIL_Official please rectify the same and do take precautionary steps against this.
— Rajkummar Rao (@RajkummarRao) April 2, 2022
এরপর সিবিল অফিসিয়ালকে ট্যাগ করে তিনি আবেদন জানিয়েছেন যে এই সমস্যার সমাধান করা হোক ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হোক।
কী বলছে 'সিবিল'?
সিবিল (CIBIL) অর্থাৎ ক্রেডিট ইনফর্মেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেডের (Credit Information Bureau India Limited) অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে কোনও উত্তর মেলেনি। তবে প্রতারণার শিকার এই অভিনেতা এই প্রথম হলেন না।
চলতি বছরের জানুয়ারির শুরুর দিকে, অভিনেতা একটি ঘটনা শেয়ার করেছিলেন যেখানে তাঁর নাম ব্যবহার করে ৩ কোটি টাকা আদায় করা হয়েছিল। প্রতারণা চক্রের সম্পর্কে সচেতন করে রাজকুমার রাও সকলকে সাবধান হতে বলেছেন।
আরও পড়ুন: Bhuvan Bam: মহিলাদের নিয়ে 'আপত্তিকর মন্তব্য', ক্ষমা চাইলেন ইউটিউবার ভুবন
অভিনেতা তাঁর সাম্প্রতিক সিনেমা 'বধাই দো'-এর জন্য প্রচুর প্রশংসা অর্জন করছেন, যেখানে তিনি একজন সমকামীর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া রাজকুমারের 'গানস অ্যান্ড গুলাবস', 'মণিকা, ও মাই ডার্লিং', 'ভিড়' প্রভৃতি ছবি মুক্তির অপেক্ষায়।