Rajkummar Rao-Patralekhaa Wedding: বিয়ের পর রিসেপশনে কেমন সাজলেন রাজকুমার রাও এবং পত্রলেখা?
বিয়েতে সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজে উঠেছিলেন নবদম্পতি। রাজকুমার রাও (Rajkumar Rao) এবং পত্রলেখার (Patralekha) বিয়ের সাজ নজর কেড়েছে নেট নাগরিকদের।
মুম্বই: সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার (Patralekha) সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন। বেশ কিছুদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল, চণ্ডীগড়ের বিলাসবহুল রিসর্টে বসতে চলেছে তারকা জুটির বিয়ের আসর। কারণ, নিজেদের বিয়ের খবর অফিশিয়ালি ঘোষণা করেননি রাজকুমার রাও কিংবা পত্রলেখা। সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। বিয়েতে সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজে উঠেছিলেন নবদম্পতি। রাজকুমার রাও এবং পত্রলেখার বিয়ের সাজ নজর কেড়েছে নেট নাগরিকদের। তাই রিসেপশনে তাঁরা কী পোশাকে সাজবেন, তা নিয়েও দর্শকদের মধ্যে ছিল উত্তেজনা।
আরও পড়ুন - Rajkummar Patralekhaa Wedding: রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের নিমন্ত্রণের কার্ডটা দেখেছেন তো?
সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে নবদম্পতি রাজকুমার রাও এবং পত্রলেখার সঙ্গে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে হিন্দিতে তিনি লিখেছেন যে, চণ্ডীগড়ে রাজকুমার-পত্রলেখার বিয়ের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং নবদম্পতিকে তিনি আশির্বাদ করেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের পোস্ট করা ছবিতে কালো ব্লেজারে দেখা যাচ্ছে রাজকুমার রাওকে। অন্যদিকে পত্রলেখার পরণে ছিল অফ হোয়াইট রঙের ভারী জমকালো শাড়ি এবং তার সঙ্গে মানানসই ভারী গয়না।
প্রায় এগারো বছরেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। তাঁরা দুজনে জুটিতে 'সিটিলাইটস' নামের একটি ছবিও করেন। নিজেদের সম্পর্কের কথা লুকিয়ে রাখেননি তাঁরা। প্রায়শই নিজেদের ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যেত তাঁদের। অবশেষে তাঁদের ভালোবাসা বিয়ের পূর্ণতা পেল।
বিয়ের পর ছবি পোস্ট করে রাজকুমার লেখেন, '১১ বছরের ভালোবাসা, রোম্যান্স, বন্ধুত্ব, মজা পেরিয়ে আমার জীবনের সবকিছুকে আমি আজ বিয়ে করলাম। আমার প্রাণের দোসর, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার পরিবার। আজ আমার কাছে তোমার স্বামী ডাকের থেকে বড় সুখ আর নেই। পত্রলেখা.. আমাদের চিরদিনের যাত্রা শুরু হল।'
আবার অন্যদিকে পত্রলেখা লেখেন, 'আমার সবকিছুকে আমি আজ বিবাহ করলাম। আমার প্রেমিক, আমার পার্টনার ইন ক্রাইম, আমার পরিবার, আমার প্রাণের দোসর। গত ১১ বছরে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার কাছে তোমার স্ত্রী হওয়ার চেয়ে বড় সুখ এই পৃথিবীকে আর নেই।'
৮০০ একর প্রাকৃতিক জঙ্গলের মধ্যে নির্মিত দ্য ওবেরয়'স কোহিনূর ভিলায় চার হাত এক হল নবদম্পতির। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করতেই শুভেচ্ছার বন্যায় ভাসলেন নবদম্পতি। শুভেচ্ছা জানালেন বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত অনুরাগীরা।