Rakhi Adil: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে, রাখী আর আদিলের মধ্যে রয়েছে বয়সের বিস্তর ফারাক
Rakhi Adil Age Gap: সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা রাখী স্বীকার করলেও এতদিন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিলেন আদিল। আদিল কেন বিয়ের কথা প্রকাশ করছে না, এই নিয়েও বিতর্ক হয়েছিল
কলকাতা: তাঁদের বিয়ের খবর নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম। প্রথমে তাদের বিয়ে গোপন করা, তারপরে তার সত্যতা যাচাই ও অস্বীকার-স্বীকারের পালা.. সব মিলিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, আদৌ কি বিয়ে হয়েছে রাখী সবন্ত (Rakhi Sawant) আর আদিল দুর্রানির (Adil Durrani)-র?
সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা রাখী স্বীকার করলেও এতদিন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিলেন আদিল। আদিল কেন বিয়ের কথা প্রকাশ করছে না, এই নিয়েও বিতর্ক হয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাগ করে নিলেন আদিল দুর্রানি। লিখলেন, 'এই যে আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা। আমি কখনোই বলিনি, আমি রাখীকে বিয়ে করিনি। আমায় কিছু পরিস্থিতি সামলাতে হচ্ছিল আর সেই কারণেই চুপ ছিলাম। আমাদের বিবাহিত জীবন সুখের হোক রাখী।'
এই পোস্টের উত্তরে রাখী লেখেন, 'তোমায় ভালবাসি জান।' বলিউডের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও আদিলের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগেই রাখীর আইনজীবী জানিয়েছিলেন, রাখী ও আদিলের এই বিয়ে সম্পূর্ণ আইনত ও মিথ্যে নয়। আদিল কোনও বিশেষ পরিস্থিতির কারণেই মুখ বন্ধ রেখেছে। সেই কথাকে সত্যি করেই আজ বিয়ের ঘোষণা করলেন আদিল।
রাখী আর আদিলকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে এই প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হননি রাখী। ২০০৯ সালে ছোটপর্দায় আয়োজিত হয়েছিল রাখীর স্বয়ম্বর। সেখানে ইলেশ পারুঞ্জনওয়ালার সঙ্গে এনগেজমেন্ট সারেন রাখী। তবে রাখির সেই সম্পর্ক টেঁকেনি। ছোটপর্দায় ইলেশের সঙ্গে সামাজিক বিয়ে সারলেও আইনি বিয়ে করার আগেই বিচ্ছেদ হয়ে যায় দুজনের।
এরপর, রীতেশ সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে সারেন রাখি। তবে বরের কোনও ছবি প্রকাশ্যে আননেনি তিনি, কেবল প্রকাশ পেয়েছিল বিয়ের লুক। এরপর আদিলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল রাখীর। মাস ছয়ের আগেই বিয়ে সারেন তাঁরা। তবে আদিলের সঙ্গে রাখীর বয়সের বিস্তর ফারাক।
আদিলের বর্তমান বয়স মাত্র ২8 বছর। কর্ণাটকের মাইসোরে জন্মগ্রহণ আদিলের, পেশায় তিনি একজন ব্যবসায়ী। তাঁর পড়াশোনাও মাইসোরেই। অন্যদিকে রাখীর বর্তমান বয়স ৪৪ বছর। মুম্বইতেই জন্মগ্রহণ করেছেন রাখী। আদিলের সঙ্গে বিয়ের পরে রাখী তাঁর নামের শেষে ফতিমা যোগ করেছেন।