এক্সপ্লোর
একগুচ্ছ ‘স্বামী’র ছবি পোস্ট করলেন রাখি সাবন্ত, তারপর এই প্রশ্ন
রাখির দাবি, তাঁর স্বামীর নাম রীতেশ, তিনি বিদেশে ব্যবসা করেন।

মুম্বই: রাখি সাবন্ত নাকি বিয়ে করেছেন, বিয়ের এক মাসের মধ্যে স্বামীর সঙ্গে ঝামেলা শুরু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় কেঁদে কেটে পোস্টও করেন। তাতে সহানুভূতি দেখানো তো দূরের কথা, নেটিজেনরা প্রশ্ন করেন, বিয়ে যে করেছেন তার প্রমাণ কই। এখনও তো বরের একটা ছবিও পোস্ট করতে পারলেন না! সে সবেরই এবার প্রতিশোধ নিয়েছেন রাখি। একটা নয়, একগুচ্ছ পুরুষের ছবি পোস্ট করেছেন তিনি, সঙ্গে প্রশ্ন, বলুন তো, আমার স্বামী কে?
রাখির দাবি, তাঁর স্বামীর নাম রীতেশ, তিনি বিদেশে ব্যবসা করেন। মাসখানেক আগে এক হোটেলে তাঁদের বিয়ে হয়েছে, দুপক্ষের আত্মীয়দের উপস্থিতিতে। কিন্তু মুশকিল হল, তারপর থেকে সেজেগুজে নিজের গাদা গাদা ছবি পোস্ট করলেও বরের একটা ছবিও দেখাতে পারেননি তিনি। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, সত্যিই কি রাখি বিয়ে করেছেন নাকি এই বিয়ের ‘গল্প’ও তাঁর সেই বরাবরের মত খবরে থাকার চেষ্টা? বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















