এক্সপ্লোর
ঋষি বাল্মিকীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার হতে পারেন রাখি সাবন্ত

বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য ও ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী রাখী সবন্ত।
লুধিয়ানা: অভিনেত্রী রাখি সাবন্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল লুধিয়ানার একটি আদালত। অভিযোগ, রামায়ণ প্রণেতা ঋষি বাল্মিকীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। বাল্মিকী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে রাখির বিরুদ্ধে পুলিশে নালিশ করা হয়। তারপর ৯ মার্চ ইস্যু হয় ওয়ারেন্ট। জানা গিয়েছে, গত বছর টেলিভিশনের একটি অনুষ্ঠানে ওই মন্তব্য করেন রাখি। লুধিয়ানা পুলিশের ২ কর্মী ইতিমধ্যেই অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে মুম্বই রওনা দিয়েছেন। বারবার সমন জারির পরেও ৯ মার্চের শুনানিতে আদালতে অনুপস্থিত ছিলেন রাখি। পরবর্তী শুনানি ১০ তারিখ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















