Ram Charan: এবার বাংলা ছবিতে রাম চরণ? কোন ছবি? নায়িকা কে?
Ram Charan in Bengali Film: বিভিন্ন সূত্রের খবর, এবার নাকি বাংলা ছবিতে দেখা যাবে রাম চরণকে! কতটা সত্যি এই খবর?
মুম্বই: কখনও কখনও কোন কোনও তারকার জন্য কোনও নির্দিষ্ট একটি ছবি বিশেষ জায়গায় তৈরি করে দেয়। এমন উদাহরণ একটা নয়। অনেক রয়েছে। যেমন, উদাহরণ হিসেবে বলা যেতেই পারে দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাসের কথা। জনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু 'বাহুবলী' তাঁকে সারাদেশের কাছে অনেক বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে। তেমনই একটি ছবি 'আর আর আর' (RRR)। এই ছবির অন্যতম অভিনেতা রাম চরণ (Ram Charan) এই ছবি দিয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁকে ঘিরে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিভিন্ন সূত্রের খবর, এবার নাকি বাংলা ছবিতে দেখা যাবে রাম চরণকে! কতটা সত্যি এই খবর?
বাংলা ছবিতে দেখা যাবে রাম চরণকে?
বাংলা ছবিতে দক্ষিণী ছবির তারকা রাম চরণকে দেখা যাবে কিনা, তা সময় বলবে। সে সম্পর্কে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। কিন্তু রাম চরণ নিজে যে বাংলা ছবিতে কাজ করতে ইচ্ছুক, তা নিজে মুখেই স্বীকার করলেন। সম্প্রতি এক সাক্ষাতকারে তেমনই মনের ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, তিনি সমস্ত ভাষার ছবিতেই অভিনয় করতে চান। তাহলে বাংলা নয় কেন! তিনি আরও জানান, বাংলা ছবি তিনি দেখেন। কোনও পরিচালক, প্রযোজক যদি তাঁকে বাংলা ছবিতে নিতে চান, তাহলে তিনি কাজ করবেন। অভিনেতা জানান যে, তিনি যেমন গুজরাতি ছবিতে অভিনয় করতে চান, তেমন বাংলা ছবিতেও অভিনয় করতে চান। বাংলায় অনেক ভালো ভালো ছবি তৈরি হচ্ছে।
আরও পড়ুন - Hera Pheri 3: ৯০ কোটি চেয়েছিলেন অক্ষয়! কত টাকায় রাজি হলেন কার্তিক?
প্রসঙ্গত, পরিচালক রাজামৌলির ছবি 'আর আর আর' বিশ্বজুড়ে বক্স অফিস কালেকশনে একাধিক রেকর্ড ভেঙেছে। ছবি মুক্তির মাত্র ১৬ দিনের মধ্যে গোটা বিশ্বে ১০০০ কোটির ক্লাবে (1000 Crore Club) প্রবেশ করে এই ছবি। এর আগে যে দুটি ছবি এই রেকর্ড গড়েছে তা হল আমির খানের 'দঙ্গল' (Dangal) ও রাজামৌলির 'বাহুবলী ২' (Bahubali 2)। এই ছবিতে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম ও অল্লুরি সীতারাম রাজুর কাহিনি গল্পের আকারে তুলে ধরা হয়েছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে এই ছবি। ছবিতে রাম চরণ, জুনিয়র এনটিআরের সঙ্গে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভট্ট, অলিভিয়া মরিস প্রমুখরা। মুম্বইয়ে 'আর আর আর'-এর সাফল্যের জন্য পার্টি ছিল। আর তাতেই বসেছিল চাঁদের হাট। ছবির সাফল্য উপলক্ষে দেওয়া পার্টিতে উপস্থিত ছিলেন জাভেদ আখতার। সেখানে রাম চরণকে খালি পায়ে দেখে অবাক হয়ে যান নেটিজেনরা। জানা যায়, আয়াপ্পা দীক্ষার রীতি পালন করছিলেন দক্ষিণী অভিনেতা রাম চরণ। তার জন্যই ৪৮দিন খালি পায়ে ছিলেন তিনি।