Ram Gopal Varma: গ্রেফতার হতে পারেন রাম গোপাল বর্মা? পরিচালকের বাড়িতে পৌঁছল পুলিশ!
Ram Gopal Varma News: সোমবার পুলিশ রাম গোপাল বর্মার বাড়িতে পৌঁছয় কারণ তিনি মানহানির মামলায় হাজিরা দিতে আসেননি
কলকাতা: বিতর্ক যেন রাম গোপাল বর্মা (Ram Gopal Varma)-র নিত্যসঙ্গী। হামেশাই তাঁর নাম উঠে আসে খবরের শিরোনামে। তবে এবার তিনি যে বিতর্কে জড়িয়েছেন, তা বিনোদন দুনিয়ার সঙ্গে জড়িত নয়। এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাউডুর ছবি বিকৃত করার অভিযোগে মানহানির মামলা দায়ের করা হয়েছে রাম গোপাল বর্মার নামে। সেই মামলায় সদ্যই হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে সূত্রের পাওয়া খবর অনুযায়ী, তিনি নাকি এই মামলায় হাজিরা দেননি। এর ফলেই পুলিশ হানা দিয়েছে পরিচালকের বাড়িতে!
'নিউজ এইটটিন'-এর খবর অনুযায়ী, সোমবার পুলিশ রাম গোপাল বর্মার বাড়িতে পৌঁছয় কারণ তিনি মানহানির মামলায় হাজিরা দিতে আসেননি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাউডু ও তাঁর পরিবারের ছবিকে বিকৃত করার জন্য মানহানির মামলার নোটিশ পেয়েছিলেন রাম গোপাল বর্মা। অঙ্গোল গ্রামীণ পুলিশ (Ongole Rural Police)-এর তরফ থেকে রাম গোপাল বর্মার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। অনুমান করা হচ্ছে, এই মামলায় হাজিরা না দেওয়ার ফলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। তবে আজ পুলিশ রাম গোপাল বর্মার বাড়ি গিয়ে জানতে পারে, পরিচালক সেখানে নেই। তিনি নাকি কোয়েম্বাটোরের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন।
টিডিপি মণ্ডলের সম্পাদক রামলিঙ্গমের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল রাম গোপাল বর্মার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু,তাঁর ছেলে নারা লোকেশ, পুত্রবধূ ব্রাহ্মণী এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সুনাম নষ্ট করার অভিযোগ এনেছিলেন তিনি। প্রকাশমের পুলিশ সুপার এ আর দামোদর বলেছিলেন,'আমরা রাম গোপাল বর্মার বিরুদ্ধে মাড্ডিপাড়ু থানায় মুখ্যমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য এবং উপমুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মামলা দায়ের করেছি।' সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি আইনের মামলা রুজু করা হয়েছিল। তবে এই প্রথম নয়, অতীতেও রামগোপাল বর্মা টিডিপি নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। টিডিপি-র প্রতিষ্ঠাতা প্রয়াত নন্দমুরি তারক রামা রাও (এনটিআর)-কে নিয়ে ছবি তৈরি করেন রামগোপাল, যার প্রেক্ষাপট ছিল তাঁর রাজনৈতিক পতন নিয়ে।
আরও পড়ুন: Malaika Arora: তিনি একা নন? অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পরে এই প্রথম মুখ খুললেন মালাইকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।