(Source: ECI/ABP News/ABP Majha)
Ranveer Singh Photoshoot: রণবীর সিংহের সাম্প্রতিক ফটোশ্যুট নিয়ে এবার মুখ খুললেন রাম গোপাল ভার্মা
RGV on Ranveer Singh Photoshoot: এই বিতর্কের আবহে অর্জুন কপূর, আলিয়া ভট্টের পর এবার রণবীরের পক্ষ নিয়ে কথা বললেন রাম গোপাল ভার্মা। রণবীরের 'বোল্ড' ফটোশ্যুট নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন তিনি।
নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) রীতিমতো ঝড় তুলেছে রণবীর সিংহের (Ranveer Singh) ন্যুড ফটোশ্যুট (Nude Photoshoot)। গত কয়েকদিন ধরে গোটা দেশের চর্চার অন্যতম প্রসঙ্গ তিনি। বি-টাউন থেকে শুরু করে নেটিজেন, সকলেই রণবীর সিংহের ন্যুড ফটোশ্যুট নিয়ে কথা বলছেন। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবি ছড়িয়ে পড়ে নেটমহলে। অনুরাগীরা যেমন তাঁর এই নয়া অবতার সাদরে গ্রহণ করেছেন তেমনই নেটিজেনরা দৃঢ়ভাবে বিরোধিতা করেছেন এই ফটোশ্যুটের। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক রাম গোপাল ভার্মা (Ram Gopal Varma)।
রণবীরের ফটোশ্যুট, সরব আরজিভি
সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সমালোচনার মুখে রণবীর সিংহ। সহ অভিনেতা-অভিনেত্রীরা তাঁর পাশে দাঁড়ালেও নেটিজেনরা তাঁর সাম্প্রতিক ফটোশ্যুট খুব ভালভাবে গ্রহণ করেননি।
আর এই বিতর্কের আবহে অর্জুন কপূর (Arjun Kapoor), আলিয়া ভট্টের (Alia Bhatt) পর এবার রণবীরের পক্ষ নিয়ে কথা বললেন রাম গোপাল ভার্মা। রণবীরের 'বোল্ড' ফটোশ্যুট নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন তিনি।
'মহিলারা করতে পারলে পুরুষেরা কেন পারবেন না?' মন্তব্য বলিউডের তাবড় পরিচালক-প্রযোজকদের অন্যতম রাম গোপাল ভার্মার। তাঁর মতে রণবীরের সাম্প্রতিক ফটোশ্যুট 'লিঙ্গ সমতার চমৎকার উদাহরণ'।
এক সাক্ষাৎকারে রাম গোপাল ভার্মা বলেন, 'লিঙ্গ সমতার জন্য ন্যায়বিচারের দাবিতে এটি রণবীরের নিজস্ব উপায়। যদি মহিলারা তাঁদের সুঠাম দেহ ফুটিয়ে তুলতে পারেন তাহলে পুরুষেরা কেন নন?' তিনি আরও বলেন, 'এটি একটি দ্বৈত মানসিকতা যে পুরুষদের বিভিন্ন পর্যায়ে বিচার করা হয়। পুরুষদেরও নারীদের সমান অধিকার থাকতে হবে।' তিনি বলেন, 'আমি মনে করি ভারত অবশেষে সেই সময় থেকে বেরিয়ে আসছে এবং রণবীর সিংহ লিঙ্গ সমতার ক্ষেত্রে একটি উদাহরণ।'