Ram Setu: ওটিটি নাকি সিনেমা হল, কোথায় মুক্তি পাবে 'রাম সেতু'? ঘোষণা নতুন পোস্টারের সঙ্গে
Akshay Kumar New Film: এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাম সেতু' ছবির মুক্তি প্রসঙ্গে পোস্ট করেছেন।

মুম্বই: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে, অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'রাম সেতু' (Ram Setu) মুক্তি পেতে পারে ওটিটি প্ল্যাটফর্মে। যদিও অভিনেতা কিংবা নির্মাতা কারও পক্ষ থেকেই সেই খবর জানান হয়নি। বরং, নেট মাধ্যমে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নির্মাতাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে, ওটিটি প্ল্যাটফর্ম নাকি সিনেমা হল, কোথায় মুক্তি পাবে 'রাম সেতু'। সঙ্গে প্রকাশ্যে এসেছে এই ছবির নতুন পোস্টারও।
কোন মাধ্যমে মুক্তি পাবে 'রাম সেতু'?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাম সেতু' ছবির মুক্তি প্রসঙ্গে পোস্ট করেছেন। তাঁর পোস্টের মাধ্যমেই জানা যাচ্ছে, 'অক্ষয় কুমার অভিনীত 'রাম সেতু' মুক্তি পাবে সিনেমা হলে। ওটিটিতে নয়। এই ছবির ওটিটিতে মুক্তি পাওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন রটেছিল, তা সত্যি নয়। চলতি বছর দিপাবলিতে সিনেমা হলে মুক্তি পাবে 'রাম সেতু'। প্রযোজক বিক্রম মলহোত্র রেকর্ড তৈরি করার অপেক্ষায় রয়েছেন।'<
>
আরও পড়ুন - Father's Day 2022: আসছে ফাদার্স ডে, একনজরে বলিউডের জনপ্রিয় বাবা-ছেলে জুটি
প্রসঙ্গত, গত বছর দিপাবলিতে মুক্তি পায় পরিচালক রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফকে। দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন এবং রণবীর সিংহ। করোনা পরিস্থিতি কাটিয়ে সবে মাত্র যখন সিনেমা হল খুলছে, সেই পরিস্থিতিতে এই ছবি মুক্তি পায় সিনেমা হলে। নির্মাতাদের সাহসী পদক্ষেপ প্রশংসিত হয় বিভিন্ন মহলে। ছবিটি বক্স অফিসেও দুর্দান্ত ব্যবসা করে। ফের বক্স অফিস কালেকশনের দিকে নজর রেখে অক্ষয় কুমারের ছবি 'রাম সেতু'ও মুক্তি পেতে চলেছে দিপাবলিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
