Ramayana: রামনবমীতে ৩৫ বছর পরে সীতার লুকে দীপিকা, কতটা বদলেছেন তিনি?
Sita in Ramayana: সোশ্যাল মিডিয়ায় রামনবমীতে নিজের ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন দীপিকা। হিন্দু ধর্মের মহাকাব্য ‘রামায়ণ’ অনুসারে তৈরি হয়েছিল রামানন্দ সাগরের এই অনুষ্ঠান
![Ramayana: রামনবমীতে ৩৫ বছর পরে সীতার লুকে দীপিকা, কতটা বদলেছেন তিনি? Ramayana: Dipika Chikhlia Recreates Her Look As Sita From Ramayan, Shares Videos On Instagram, know in details Ramayana: রামনবমীতে ৩৫ বছর পরে সীতার লুকে দীপিকা, কতটা বদলেছেন তিনি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/27a985ea86aaf2c6a8ea5d4d245931fc168018342739549_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মধ্যে কেটে গিয়েছে ৩৫ বছর। গেরুয়া শাড়ি, বড় লাল সিঁদুর টিপ, খোলা চুলের সেই লুক ভুলতে পারেননি কেউই। সীতা বলতেই সবার মাথায় যেন প্রথমেই ভেসে ওঠে সেই ছবি। ১৯৮৭ সালের টেলিভিশনে চলা জনপ্রিয় ধারাবাহিক রামায়ণের সেই লুকের স্মৃতি ৩৫ বছর পরে ফিরিয়ে আনলেন অভিনেত্রী দীপিকা চিখলিয়া (Dipika Chikhliya)।
সোশ্যাল মিডিয়ায় রামনবমীতে নিজের ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন দীপিকা। হিন্দু ধর্মের মহাকাব্য ‘রামায়ণ’ অনুসারে তৈরি হয়েছিল রামানন্দ সাগরের এই অনুষ্ঠান। ১৯৮৭ সালে প্রথম দূরদর্শনে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। সেইসময় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল এটি। টানা ৭৮টি এপিসোড চলার পরে ১৯৮৮ সালে শেষ হয় রামানন্দ সাগরের ‘রামায়ণ’। অনুষ্ঠানে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল (Arun Govil)।
কেবল রাম বা সীতাই নয়, অনুরাগীদের এখনও মনে রয়েছে অন্যান্য চরিত্রদেরও। লক্ষ্মণের (Laxman) ভূমিকায় দেখা গিয়েছিল সুনীল লেহরি (Sunil Lehri)-কে। হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন দারা সিংহ (Dara Sinha)। এ ছাড়াও রাবণের চরিত্রে (Ravan) দেখা গিয়েছিল অরবিন্দ ত্রিবেদীকে। আশির দশকে প্রথম সম্প্রচার শুরু হলেও তার পরে বহু বছর পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’। এমনকি, ‘রামায়ণ’ শেষ হওয়ার পরে ‘লব কুশ’ নামক আরও একটি অনুষ্ঠান তৈরি করেছিলেন রামানন্দ সাগর। সেখানেও সীতার ভূমিকায় ছিলেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের কথাও উল্লেখ করেছেন দীপিকা।
এই লুক এতটাই জনপ্রিয় হয় যে সেইসময়ে এই লুককেই সীতার মাপকাঠি ভেবে ফেলেছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এই লুক রিক্রিয়েট করে দীপিকা উল্লেখ করেন, ভগবানের অশেষ কৃপা রামায়ণ টিমটির ওপর। প্রত্যেকে তাঁদের চরিত্র এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন যে তাঁদেরই মানুষ কলিযুগের ভগবান তৈরি করে দিয়েছেন।
আরও পড়ুন: Salman Khan: সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার মামলায় বোম্বে হাইকোর্টে বেকসুর খালাস সলমন খান
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)