Dev-Subhasree: 'দেব-দেবী রয়েছে, আজ থেকে পুজো শুরু', রানার মন্তব্যে অপ্রস্তুত দেব!
Dhumketu: ওপেনিং ডে-তে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় দেব ও শুভশ্রী সবাই দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।

কলকাতা: দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার এখন সবচেয়ে সহজ মাধ্যম সোশ্যাল মিডিয়া। এর মাধ্যমে যেন তারকারা তাঁদের মনের কথা তুলে ধরতে পারেন দর্শকদের সামনে, তেমনই দর্শক ও তাদের ভাল লাগা, খারাপ লাগাগুলো পৌঁছে দিতে পারে তারকাদের কাছে। তবে 'ধূমকেতু' (Dhumketu)-কে ঘিরে দর্শকদের খারাপ লাগা এখনও পর্যন্ত চোখে পড়ছে না বললেই চলে। সবটা জুড়েই কেবল ভাল লাগা, একটা দীর্ঘ অপেক্ষার অবসান।
দীর্ঘ ১০ বছর পরে, আজ মুক্তি পেয়েছে, দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'ধূমকেতু'। এই সিনেমা ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। হু হু করে শেষ হচ্ছে টিকিট। আর ছবির সাফল্য দেখেই সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিও করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দেব, রানা সরকার, কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অনুপম রায় ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রত্যেকেই দর্শককে ধন্যবাদ জানিয়েছেন, প্রথম দিনই সিনেমাটাকে এতটা ভালবাসা দেওয়ার জন্য। ওপেনিং ডে-তে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় দেব ও শুভশ্রী সবাই দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
দেব যে লাইভ ভিডিওটি করেছিলেন, সেখানে নিজের নিজের কথা বলেছেন সবাই। প্রত্যেকেই দর্শককে ধন্যবাদ জানিয়েছে। তবে এই লাইভে এসে একটি মজার মন্তব্য করেছেন রানা সরকার। তিনি বলেন, 'ধূমকেতু-র জন্য পুজো এগিয়ে এসেছে। দেব ও রয়েছে, দেবী ও রয়েছে। 'দেবী' বলতে তো সবাই শুভশ্রীকেই বোঝে..' এই কথা শুনেই হাত দিয়ে মুখ ঢাকলেন দেব। রানা সরকার তখন হেসে ফেলেন। এরপরে দুই প্রযোজকই অনুরোধ করেন, সিনেমাহলে গিয়ে, বড়পর্দায় ছবিটি দেখার।
এদিন দেব বলেন, 'প্রথম যখন এই ছবির প্রচার শুরু করেছিলাম, তখন মনে হয়েছিল, কোথা থেকে শুরু করব? ১০ বছর পরেও যে একটা ছবি কতটা প্রাসঙ্গিক, সেটা দর্শককে কী করে বোঝাব সেটাই ভাবছিলাম। কিন্তু দেখলাম, দর্শকের অপেক্ষা আর উত্তেজনা এতটুকুও কমেনি। গত ১০ বছর ধরে একটা প্রশ্ন আমাদের পিছন পিছন ঘুরেছে যে, কবে ধূমকেতু মুক্তি পাবে? আর এই প্রশ্নটা আমাদের কেউ করবে না। এবার দর্শকদের দায়িত্ব ছবিটাকে সাফল্যের মুখ দেখানোর।'
বর্তমানে, সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের হাতেই মোবাইল ফোন। অনেকেই শো দেখার সময় মোবাইলে ভিডিও রেকর্ড করেন, তারপরে সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করে দেন। অনেকেই আবার রিভিউ লিখতে গিয়ে লিখে ফেলেন সিনেমার সমস্ত সাসপেন্স। সিনেমার মধ্যে যা যা চমক আছে, সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলেন অনেকেই। এখানেই আপত্তি জানিয়েছেন দেব। তাঁর অনুরোধ, সোশ্যাল মিডিয়ায় যেন রিভিউ লিখতে গিয়ে কেউ ছবির চমকগুলো প্রকাশ্যে না এনে ফেলেন। এতে সিনেমা দেখার দর্শকের ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দেব।























