Ranbir-Alia Marriage: ছেলের বিয়ে সম্পন্ন হতেই প্রয়াত ঋষির উদ্দেশে আবেগপ্রবণ বার্তা নীতু কপূরের
রণবীর কপূরের বিয়ে সম্পন্ন হতেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেন নীতু কপূর। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে প্রয়াত স্বামী ঋষি কপূরের উদ্দেশে আবেগঘন বার্তা দেন তিনি। নীতু কপূরের পোস্ট দেখে চোখে জল অনুরাগীদের।
মুম্বই: সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের বিয়ের ছবি। রণবীর-আলিয়ার বিয়েতে যেন চাঁদের হাট বসেছিল। দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কিছু তারকা। কর্ণ জোহর, অয়ন মুখোপাধ্যায়কে দেখা যায় সেখানে। এছাড়াও ডিজাইনার পোশাকে নজর কাড়েন, করিনা কপূর খান, সেফ আলি খান করিশ্মা কপূর, পূজা ভট্ট, মহেশ ভট্ট, আদর জৈন এবং আরও অনেকে। রণবীর কপূরের বিয়ে সম্পন্ন হতেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেন নীতু কপূর (Neetu Kapoor)। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে প্রয়াত স্বামী ঋষি কপূরের (Rishi Kapoor) উদ্দেশে আবেগঘন বার্তা দেন তিনি।
ঋষি কপূরের উদ্দেশে নীতু কপূরের আবেগঘন বার্তা-
রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে মিটতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্ট করলেন নীতু কপূর। ছবিতে দেখা যাচ্ছে ছেলের কাঁধে হাত দিয়ে হাসিমুখে ক্যামেরায় পোজ দিচ্ছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে নীতু কপূর লেখেন, 'এই ছবি উৎসর্গ করলাম কপূর সাবকে। তোমার ইচ্ছা সবসময় পূরণ হবে।' নীতু কপূরের এই পোস্ট শেয়ার হতেই চোখে জল অনুরাগীদের। তাঁর পোস্টে কমেন্ট করেছেন, অনিল কপূর, একতা কপূর, সোনালি বেন্দ্রে, সুধা চন্দ্রণ প্রমুখরা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কপূর। নিউ ইয়র্কে চলছিল তাঁর চিকিৎসাও। কিন্তু গত ২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋষি কপূরের শেষ অভিনীত ছবি 'শর্মাজি নমকিন'। যদিও এই ছবির কাজ শেষ করে যেতে পারেননি ঋষি। বাকি কাজ শেষ করেন পরেশ রাওয়াল।
আরও পড়ুন - Alia Ranbir Marriage: রণবীর-আলিয়ার রিসেপশন সম্পর্কে বিশেষ তথ্য দিলেন নীতু কপূর
রণবীর কপূর ও আলিয়া ভট্টের মেহেন্দি অনুষ্ঠানে হাতে ঋষি কপূরের নামও লেখেন নীতু কপূর। সোশ্যাল মিডিয়ায় মেহেন্দি করা হাতের ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। মেহেন্দি অনুষ্ঠানের দিনই ঋষি কপূরের উদ্দেশে বিশেষ পুজোর আয়োজন করা হয় রণবীর কপূরের বাড়িতে।