Ranbir Kapoor: মুখোশ পড়া একদল মানুষের সঙ্গে একা লড়াই করছেন রণবীর, প্রকাশ্যে 'অ্যানিম্যাল'-এর ঝলক
Ranbir Kapoor and Rashmika Mandana: আজ সোশ্যাল মিডিয়ায় ৫০ সেকেন্ডের একটি ক্লিপিংস শেয়ার করে নিয়েছেন রশ্মিকা। তিনি লিখেছেন, 'সবাই তৈরি তো? আমরা সবাই শুরু করছি।'
কলকাতা: সামনেই মুক্তি পাবে রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর নতুন ছবি অ্যানিম্যাল (Animal)। আর আজ, প্রকাশ্যে এল কয়েকটা ঝলক। সোশ্যাল মিডিয়ায় সেই ঝলক শেয়ার করে নিলেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) ও অন্যান্য় অভিনেতা অভিনেত্রীরা। এই ছবিতেই, একসঙ্গে দেখা যাবে রশ্মিকা আর রণবীরকে।
আজ সোশ্যাল মিডিয়ায় ৫০ সেকেন্ডের একটি ক্লিপিংস শেয়ার করে নিয়েছেন রশ্মিকা। তিনি লিখেছেন, 'সবাই তৈরি তো? আমরা সবাই শুরু করছি।' সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপিংস ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যেই। সেই ক্লিপিংসে দেখা যাচ্ছে, মুখোশ পরা একদল লোকজন আক্রমণ করতে এগিয়ে আসছে রণবীরকে। আর তাঁদের সঙ্গে একা হাতে লড়াই করছেন রণবীর। .
অভিনেত্রী রশ্মিকা দক্ষিণের হলেও গোটা দেশজুড়ে তাঁর অনুরাগীর সংখ্যা অজস্র। এমনকী সিনেপ্রেমীরা তাঁকে 'জাতীয় ক্রাশ' (national crush) বলেই চেনে। 'পুষ্পা' (Pushpa) ছবির পর দেশ জুড়ে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। এটি একটি ক্রাইম ড্রামা (Crime drama) ঘরানার ছবি। পরিচালনায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga)। এর আগে 'কবীর সিংহ' (Kabir Singh), 'অর্জুন রেড্ডি' (Arjun Reddy) ছবির পরিচালনা করেছেন তিনি।
অন্যদিকে বলিউডের হার্টথ্রব রণবীর কপূর। তাঁর অভিনয় দক্ষতা প্রকাশ পেয়েছে 'বরফি', 'রকস্টার', 'তামাশা'র মতো অজস্র ছবিতে। এক বছর আগে আলিয়া ভট্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আর বিয়ের ৮ দিনের মাথায় নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা। তবে তিনি ফেসবুকে নেই, আর তাই, টিজার শেয়ার করেননি তিনি।
এই ছবিতে ববি দেওল ও অনিল কপূরকে অভিনয় করতে দেখা যাবে, সেই ঘোষণা আগেই হয়েছিল। ২০২৩ সালের স্বাধীনতা দিবসের আগে ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই ছবির।
View this post on Instagram