Ranbir-Alia Wedding: অবশেষে মুখ খুলল কপূর পরিবার, জানা গেল রণবীর-আলিয়ার বিয়ের আসল তারিখ
আলিয়া ভট্টের পরিবারের সদস্যরা মুখ খুললেও চুপ ছিলেন কপূর পরিবারের পক্ষ থেকে। অবশেষে নীরবতা ভঙ্গ করলেন কপূর পরিবারের সদস্যরা। রণবীর-আলিয়ার বিয়ের সত্যতা স্বীকার করে জানিয়ে দেওয়া হল বিয়ের দিন।
মুম্বই: অপেক্ষার অবসান। অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। বিভিন্ন সূত্রে হাই ভোল্টেজ এই বিয়ের নানা তথ্য পাওয়া যাচ্ছিল। আলিয়া ভট্টের পরিবারের বেশ কয়েকজন সদস্য বিয়ে সম্পর্কে নানা তথ্য দেন। কিন্তু মুখ বন্ধ রাখা হয়েছিল কপূর পরিবারের পক্ষ থেকে। অবশেষে নীরবতা ভঙ্গ করলেন কপূর পরিবারের সদস্যরা। রণবীর-আলিয়ার বিয়ের সত্যতা স্বীকার করে জানিয়ে দেওয়া হল বিয়ের দিন।
বিয়ের দিন জানিয়ে দিলেন কপূর পরিবারের সদস্যরা-
এদিন সংবাদমাধ্যমের সদস্যদের সঙ্গে কথা বলেন রণবীর কপূরের মা নীতু কপূর এবং বোন ঋধিমা কপূর সাহানি। এতদিন তাঁরা রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গে মুখ না খুললে অথবা এড়িয়ে গেলেও আজ তাঁরা বিয়ের কথা স্বীকার করে নেন। বিয়ের দিন জানানোর পাশাপাশি আলিয়া ভট্টের সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। একগাল হাসি মুখে বলেন, 'আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাস্তুতে (রণবীর কপূরের বান্দ্রার বাড়ি) বিয়ে হবে।'
আলিয়া ভট্টের প্রশংসায় পঞ্চমুখ নীতু-ঋধিমা-
হবু পুত্রবধূ আলিয়া ভট্টের কথা জিজ্ঞাসা করতেই প্রশংসায় ভরিয়ে দিলেন শাশুড়ি ও ননদ। নীতু কপূর ও ঋধিমা কপূর সাহানি বলেন, 'আলিয়া খুবই মিষ্টি আর সুন্দর একটা মেয়ে। ও সেরা।' প্রসঙ্গত, সামনেই প্রয়াত ঋষি কপূরের মৃত্যুবার্ষিকী। ৩০ এপ্রিল ক্যানসারের সঙ্গে যুদ্ধ করতে করতে প্রয়াত হন তিনি। আজ রণবীরের বাড়িতে ঋষি কপূরের উদ্দেশে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন - Alia Ranbir Wedding: রণবীর-আলিয়ার বিয়েতে আসা অতিথিদের সঙ্গে এ কী করল নিরাপত্তারক্ষীরা!
এদিন রণবীর কপূরের বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হলেন মহেশ ভট্ট (Mahesh Bhatt) ও তাঁর কন্যা পূজা ভট্ট (Pooja Bhatt)। কনেপক্ষ হিসেবে বড় মেয়ে পূজাকে সঙ্গে নিয়ে ছোট মেয়ে আলিয়ার বিয়ের অনুষ্ঠানে আসেন মহেশ ভট্ট। নেট দুনিয়ায় তাঁদের ছবি শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। দুই তারকার মেহেন্দি অনুষ্ঠানে যোগ দিতে আসেন তাঁরা। প্রসঙ্গত, বিভিন্ন বিনোদন সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার থেকেই কৃষ্ণ রাজ বাংলো সেজে উঠেছে আলোয়। বিয়ের পর এখানেই নতুন সংসার পাতবেন রণবীর ও আলিয়া। সপ্তাহান্তেই সেজে উঠেছে চেম্বুরের আরকে বিল্ডিং। সোমবার, পাপারাজ্জিদের নজর এড়াতে রণবীর কপূরের বাড়ি 'বাস্তু'তে পর্দা লাগিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, 'বাস্তু'-তেই বিয়ে সম্পন্ন হবে।