এক্সপ্লোর
দেখুন, জন্মদিনে কীভাবে অনুরাগীদের আবদার রাখছেন রণবীর কপূর
বান্দ্রায় তাঁর বাড়ির সামনে হাজির অনুরাগীদেরও হতাশ করেননি রণবীর। তাঁদের সামনে আসেন। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানান ভক্তরা। তারপর তাঁদের সঙ্গে হাত মেলানো থেকে সেলফি তোলা, সবই করেন তিনি।

নয়াদিল্লি: জনপ্রিয়তার নিরিখে তিনি এখন বলিউডের প্রথম সারিতেই। গতকাল ছিল কপূর খানদানের চিরাগ রণবীর কপূরের জন্মদিন। এবার এই বিশেষ দিনে তাঁর বাড়তি পাওনা, বাবা ঋষি কপূরের চিকিত্সা সেরে দেশে ফেরা। কপূর পরিবারে এখন খুশির হাওয়া। তাই বোধ হয় এবার জন্মদিনে দারুণ মেজাজে ছিলেন রণবীর। ৩৭ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বহু অনুরাগী। স্বপ্নের তারকাকে একবার দেখার জন্য ভিড় জমান তাঁরা রণবীরের বাড়ির সামনে।
শুক্রবারই ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য জন্মদিনের পার্টি দেন তিনি। হাজির ছিলেন শাহরুখ খান, আমির খান, দীপিকা পাদুকোন, রণবীর সিংহ, কর্ণ জোহর প্রমুখ। বান্দ্রায় তাঁর বাড়ির সামনে হাজির অনুরাগীদেরও হতাশ করেননি তিনি। তাঁদের সামনে আসেন। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানান ভক্তরা। তারপর তাঁদের সঙ্গে হাত মেলানো থেকে সেলফি তোলা, সবই করেন তিনি। অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্রে বান্ধবী আলিয়া ভট্টর বিপরীতে কাজ করেছেন রণবীর। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।
শুক্রবারই ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য জন্মদিনের পার্টি দেন তিনি। হাজির ছিলেন শাহরুখ খান, আমির খান, দীপিকা পাদুকোন, রণবীর সিংহ, কর্ণ জোহর প্রমুখ। বান্দ্রায় তাঁর বাড়ির সামনে হাজির অনুরাগীদেরও হতাশ করেননি তিনি। তাঁদের সামনে আসেন। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানান ভক্তরা। তারপর তাঁদের সঙ্গে হাত মেলানো থেকে সেলফি তোলা, সবই করেন তিনি। অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্রে বান্ধবী আলিয়া ভট্টর বিপরীতে কাজ করেছেন রণবীর। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















