Alia Bhatt: হলিউডে শ্যুটিং সেরে মুম্বই ফিরলেন আলিয়া, বিমানবন্দরে হাজির রণবীর
Alia Bhatt Update: প্রসঙ্গত, সম্প্রতি সুখবর দিয়েছেন আলিয়া। জানিয়েছেন তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। মা-বাবা হতে চলেছেন আলিয়া-রণবীর।
মুম্বই: হলিউডে (Hollywood) বড় শিডিউলের শ্যুটিং সেরে অবশেষে দেশে ফিরলেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। আর আদরের স্ত্রী এতদিন পর বাড়ি ফিরছেন, তাঁকে এয়ারপোর্টে আনতে স্বামী যাবেন না তা কি হয়? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই আদুরে মুহূর্ত।
আলিয়াকে আনতে বিমানবন্দরে হাজির রণবীর
হলিউডে 'হার্ট অফ স্টোন' (‘Heart Of Stone') ছবির শ্যুটিং সারছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। গ্যাল গোডোর সঙ্গে সেই শিডিউল শেষ করে শনিবার গভীর রাতে মুম্বই ফিরেছেন তিনি। বিমানবন্দরে তাঁর ঝলক ক্যামেরাবন্দি করতে হাজির ছিলেন পাপারাৎজিরা।
সেখানেই দেখা গেল স্ত্রীয়ের জন্য গাড়িতে অপেক্ষায় রয়েছেন রণবীর কপূর (Ranbir Kapoor)। ক্যামেরার ঝলকানি পেরিয়ে নিরাপত্তার ঘেরাটোপে গাড়ি পর্যন্ত পৌঁছে দরজা খুলতেই আনন্দে আত্মহারা 'গঙ্গুবাঈ'। ভিতরে মনের মানুষকে দেখেই ঝাঁপিয়ে জড়িয়ে ধরলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় গাড়ির দরজা। গাড়ির ভিতর থেকে ক্যামেরার দিকে হাতও নাড়লেন রণবীর। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
View this post on Instagram
আরও পড়ুন: Nayanthara-Vignesh Shivan: বিয়ের ১ মাস পূর্তিতে শাহরুখ, রজনীকান্তের সঙ্গে ছবি পোস্ট নয়নতারা-ভিগনেশের
মা হতে চলেছেন আলিয়া
প্রসঙ্গত, সম্প্রতি সুখবর দিয়েছেন আলিয়া। জানিয়েছেন তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। মা-বাবা হতে চলেছেন আলিয়া-রণবীর। অন্যদিকে, হলিউড ছবির শ্যুটিং ফ্লোর থেকে ভাইরাল হওয়া ছবিতে অন্তঃসত্ত্বা আলিয়ার বেবি বাম্প স্পষ্ট। ছবি প্রকাশ্যে আসতেই তা নজর এড়ায়নি অনুরাগীদের।