Ranbir Shraddha's Upcoming Film: পর্দায় প্রথমবার রণবীর-শ্রদ্ধা জুটি, ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসে আসছে নতুন ছবি
Ranbir Shraddha's Upcoming Film: প্রথমে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ২০২২ সালের মার্চ মাসে। কিন্তু ঘোষিত হয়েছে ছবি মুক্তির নতুন তারিখ। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে ছবি।
নয়াদিল্লি: নতুন ছবির ঘোষণা আগেই করেছেন পরিচালক লভ রঞ্জন (Luv Ranjan)। ছবির নাম এখনও স্থির না হলেও নায়ক-নায়িকার নাম ঘোষণা করে দিয়েছেন পরিচালক। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরকে (Shraddha Kapoor)। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর-শ্রদ্ধাকে। বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির তারিখও ঘোষণা করেছেন পরিচালক ইতিমধ্যেই।
রণবীর - শ্রদ্ধার নতুন ছবি মুক্তি পাবে ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে (Ranbir-Shraddha's Film To Release On Republic Day 2023)
প্রথমে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ২০২২ সালের মার্চ মাসে। কিন্তু ঘোষিত হয়েছে ছবি মুক্তির নতুন তারিখ। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে ছবি। 'লভ ফিল্মস'-এর (Luv Films) অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলেই ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, 'তারিখ মার্ক করে রাখুন'।
View this post on Instagram
আরও পড়ুন: Bob Biswas Trailer Release: 'এক মিনিট'! কবে আসছে 'বব বিশ্বাস'?
ছবির নতুন তারিখের পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী শ্রদ্ধা কপূরও।
রণবীর কপূর ও হৃত্বিক রোশনের ছবি মুক্তি পাচ্ছে একই সময় (Ranbir Kapoor To Lock Horns With Hrithik Roshan At Box Office)
রণবীর ও শ্রদ্ধার ছবির সঙ্গে মুক্তি পাচ্ছে হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত 'ফাইটার' (Fighter) ছবি। এই ছবিটি ভারতের প্রথম 'এরিয়াল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি'-র (aerial action franchise) ছবি। 'অ্যাকশন ড্রামা' ঘরানার এই ছবিটির পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।
প্রসঙ্গত দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশনও এই প্রথম জুটি বাঁধছেন একসঙ্গে। হৃত্বিক ও টাইগার শ্রফ অভিনীত 'ওয়ার' ছবির পরিচালক সিদ্ধার্থ তাঁর নতুন ছবির ঘোষণা করেন হৃত্বিকের জন্মদিনেই।
HRITHIK VS RANBIR: ANOTHER BIGGG CLASH CONFIRMED...
— taran adarsh (@taran_adarsh) November 18, 2021
🔥 #Fighter [#HrithikRoshan - #DeepikaPadukone]
Vs
🔥 #LuvRanjan's untitled film [with #RanbirKapoor - #ShraddhaKapoor]
Date: #RepublicDay 2023. pic.twitter.com/ODrjFmlnuh
অন্যদিকে রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের ছবিতে দেখা যাবে ডিম্পল কপাডিয়া ও বনি কপূরকেও। শীঘ্রই দিল্লিতে শুরু হবে ছবির ফাইনাল শিডিউলের শ্যুটিং।