Randeep Hooda: মাথায় কমেছে চুল, হাড় গিলগিলে চেহারা, রণদীপ হুডার 'কালা পানি' ছবি ভাইরাল
Swatantrya Veer Savarkar: রণদীপ হুডা ছাড়াও 'স্বতন্ত্র বীর সাভারকর' ছবিতে দেখা যাবে অঙ্কিতা লোখাণ্ডেকে। অভিনেত্রীকে বিনায়ক দামোদর সাভারকরের স্ত্রী যমুনাবাইয়ের চরিত্রে দেখা যাবে।
নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় 'স্বতন্ত্র বীর সাভারকর' (Swatantrya Veer Savarkar)। তার আগে পুরোদমে চলছে প্রচারপর্ব। এই আবহে একটি ছবি পোস্ট করেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। এই ছবির হাত ধরে পরিচালনাতেও পা রাখছেন তিনি। তাঁর পোস্ট করা শেষ ছবি এখন সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। একটি সাদা কালো ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে এই চরিত্রের জন্য তাঁর শারীরিক বদলের চিত্র।
সাদাকালো ছবিতে পর্দার 'সাভারকর', রণদীপের পোস্ট কাড়ল নজর
মাথার অনেকটা জুড়েই কম চুল, হাড় গিলগিলে চেহারা। সাদাকালো ছবিতে রণদীপ হুডার এক অন্য চেহারা পড়ল নজরে। আয়নায় সেলফি তুলেছিলেন অভিনেতা যখন তিনি এই ছবির জন্য বিপুল শারীরিক বদলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন। পরনে ওভারসাইজড শর্টস। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'কালা পানি'। অর্থাৎ মনে করা হচ্ছে যখন তিনি কালা পানির কারাগারের দৃশ্যের শ্যুটিং সারছিলেন তখন তোলা ছবি।
এর আগে সংবাদ সংস্থা এএনআইয়কে দেওয়া সাক্ষাৎকারে বিনায়ক দামোদর সাভারকরের নাতি রণজিৎ সাভারকর জানিয়েছিলেন যে রণদীপ হুডা এই ছবির জন্য ৩০ কেজি ওজন ঝরিয়েছিলেন। অভিনেতার নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে রণজিৎ বলেন, 'একাধিকবার রণদীপের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। প্রচণ্ড খেটে এই ছবিটা তৈরি করেছেন, ৩০ কেজি ওজন কমিয়েছেন। ফিল্ম হচ্ছে এমন একটি মাধ্যম দ্বারা ইতিহাসকে পরের প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। আমি আশা করব ওঁকে নিয়ে ও অন্যান্য সংগ্রামীদের নিয়ে আরও ছবি তৈরি হবে।'
View this post on Instagram
রণদীপ হুডা ছাড়াও 'স্বতন্ত্র বীর সাভারকর' ছবিতে দেখা যাবে অঙ্কিতা লোখাণ্ডেকে। অভিনেত্রীকে বিনায়ক দামোদর সাভারকরের স্ত্রী যমুনাবাইয়ের চরিত্রে দেখা যাবে। 'মনিকর্ণিকা' ছবিতে ঝলকারিবাই ও যমুনাবাইয়ের মধ্যে পার্থক্যের বিষয়ে অভিনেত্রী বলেন, 'এই দুই চরিত্র একেবারেই ভিন্ন ধরনের ফলে তুলনা করা উচিত হবে না। ঝলকারিবাই সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধে লড়াই করেছিলেন, অন্যদিকে যমুনাবাই সবসময়েই নেপথ্যে থেকেছেন। ঝলকারিবাইয়ের থেকে ওঁর লড়াই আলাদা ছিল। কিন্তু হ্যাঁ, দুই চরিত্রই নিজেদের স্থানে অত্যন্ত শক্তিশালী।'
চলতি মাসের শুরুর দিকে নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হয় 'স্বতন্ত্র বীর সাভারকর' ছবির ট্রেলার। রণদীপ হুডা ট্রেলার শেয়ার করে লেখেন, 'ব্রিটিশরা তাঁকে নাম দেয় সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি! ভারতীয় সংগ্রামীরা তাঁকে 'বীর' আখ্যা দেন! এই ২২ মার্চ প্রেক্ষাগৃহে ইতিহাস নতুন করে রচনা করা হবে! স্বতন্ত্র বীর সাভারকরের মহাকাব্যিক জীবনের ও ভারতীয় সশস্ত্র আন্দোলনের না বলা গল্পের সাক্ষী থাকুন। 'স্বতন্ত্র বীর সাভারকর' ট্রেলার প্রকাশ্যে।'
এই ছবির পরিচালনা করেছেন রণদীপ হুডা নিজেই। রণদীপ ও অঙ্কিতা ছাড়াও এই ছবিতে কাজ করেছেন অমিত সিয়াল। জি স্টুডিওস, আনন্দ পন্ডিত, সন্দীপ সিংহ ও যোগেশ রাহারের সহ প্রযোজনায় এই ছবি মুক্তি পাবে ২২ মার্চ, প্রেক্ষাগৃহে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।