এক্সপ্লোর
মা হওয়ার পর ফের রূপোলি পর্দায় ফিরছেন রানি!

মুম্বই: ‘মর্দানি’-র পর প্রায় তিন বছর কেটে গিয়েছে। তারপর থেকে কোনও সিনেমায় দেখা যায়নি রানি মুখোপাধ্যায়কে। এক বছরের বেশি সময় ধরে রানি মেয়ে আদিরাকে নিয়েই ব্যস্ত। মা হওয়ার পর এবার রূপোলি পর্দায় ফিরতে চলেছেন রানি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানা গিয়েছে। আগামী এপ্রিল থেকেই তাঁর নতুন সিনেমার কাজ শুরু হবে। সিনেমার জন্য নিজেকে তৈরি করতে দেড় মাস মতো সময় চেয়েছিলেন রানি। সেই সময়ের শেষে আগামী এপ্রিলেই ফের ফ্লোরে দেখা যাবে তাঁকে। জানা গেছে, রানির কামব্যাক ফিল্ম প্রযোজনা করছে যশরাজ ফিল্মস এবং ছবি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রানি। ২০১৪-র ‘মর্দানি’-র মতো আগামী সিনেমাও হবে সামাজিক ইস্যু নিয়ে। সূত্রের খবর, পরিচালক চিত্রনাট্য প্রথমে শোনান রানির স্বামী আদিকে। পরে রানিকে। দুজনেরই এই চিত্রনাট্য দারুন পছন্দ হয়েছে। আদিরা হওয়ার পর বেশ কিছুটা ওজন বেড়েছে রানির। তাই বড়পর্দায় কামব্যাকের আগে নিজেকে আগের লুকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন নায়িকা। যদিও রানির বিপরীতে কোন নায়ক থাকবেন তা এখনও ঠিক হয়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















