এক্সপ্লোর
জন্মদিন স্পেশ্যাল: এই সব অকপট মন্তব্য করে সবার মুখ বন্ধ করে দিয়েছেন রানি মুখোপাধ্যায়
1/6

আজ ৪০ তম জন্মদিন রানি। ১৯৭৮-র ২১ মার্চ কলকাতায় এক বাঙালি পরিবারে জন্ম হয়েছিল তাঁর। বাবা রাম মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট পরিচালক। মা ছিলেন গায়িকা। তাঁর ভাই রাজাও একজন পরিচালক। (সব ছবি নেওয়া হয়েছে ইন্সটাগ্রাম @_ranimukerji থেকে)
2/6

গত মাসের ২৪ তারিখ শ্রীদেবীরর আকস্মিক মৃত্যু হয়েছে। তাঁর এই প্রয়াণ সবাইকে শোকস্তব্ধ করে তুলেছে। এ ব্যাপারে রানি বলেছিলেন, তাঁর বাবার মৃত্যুর পর শ্রীদেবীর এভাবে চলে যাওয়াতে তিনি সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন। শ্রীদেবীকে মৃত্যু তাঁর কাছে স্বজন বিয়োগের মতোই।
Published at : 21 Mar 2018 01:35 PM (IST)
Tags :
Rani MukerjiView More






















