আজ ৪০ তম জন্মদিন রানি। ১৯৭৮-র ২১ মার্চ কলকাতায় এক বাঙালি পরিবারে জন্ম হয়েছিল তাঁর। বাবা রাম মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট পরিচালক। মা ছিলেন গায়িকা। তাঁর ভাই রাজাও একজন পরিচালক। (সব ছবি নেওয়া হয়েছে ইন্সটাগ্রাম @_ranimukerji থেকে)
2/6
গত মাসের ২৪ তারিখ শ্রীদেবীরর আকস্মিক মৃত্যু হয়েছে। তাঁর এই প্রয়াণ সবাইকে শোকস্তব্ধ করে তুলেছে। এ ব্যাপারে রানি বলেছিলেন, তাঁর বাবার মৃত্যুর পর শ্রীদেবীর এভাবে চলে যাওয়াতে তিনি সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন। শ্রীদেবীকে মৃত্যু তাঁর কাছে স্বজন বিয়োগের মতোই।
3/6
তাঁর কেরিয়ারে মাইলস্টোন হিসেবে ধরা হয় ব্ল্যাক সিনেমাকে। এ ব্যাপারে রানি বলেছেন, এটা একমাত্র সিনেমা যা আমি দ্বিতীয়বার করতে পারব না। নিজের অধিকাংশ সিনেমা দেখে তাঁর প্রায়ই মনে হয়, এর থেকে আর একটু ভালো করতে পারতেন বা এই দৃশ্যটা যদি এভাবে করা হত। কিন্তু ব্ল্যাক এমন সিনেমা যা তিনি দ্বিতীয়বার করতে পারবেন না। রানি বলেছেন,জানি না, ওই সময় কীভাবে করে ফেলেছিলাম। মনে হয়, এখন যদি ওই সিনেমার অফার পেতাম তাহলে হয়ত কখনও করতে পারতাম না।
4/6
বিয়ের পর তাঁর সন্তানের জন্ম হয়। নাম রাখেন আদিরা। আগামী সিনেমা হিচকি-র প্রমোশনে এসে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা নিয়েও খোলামেলা কথাবার্তা বলেছেন রানি। তিনি বলেছেন, আমি চাই, আমার পরিবার আর একটু বড় হোক। কিন্তু আমার মনে হয়, কিছুটা দেরি করে ফেলেছি। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব।
5/6
আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর কিছুদিন সিনেমা থেকে দূরে ছিলেন রানি। এ জন্য তাঁকে প্রশ্নের মুখে পড়তে হত। জল্পনাও ছড়ায় যে, বিয়ের পর সম্ভবত রূপোলি পর্দায় তাঁর কেরিয়ারই খতম হয়ে গিয়েছে। এ ব্যাপারে জবাব দিতে গিয়ে রানি বলেছেন, বিয়ের পরে আমার কাছে শুধু একটা জিনিসই বদলেছে। নিজের বাড়ি ছেড়ে আদিত্যর বাড়িতে থাকি এবং নিজের বাবা-মায়ের সঙ্গে রোজ দেখা হয় না। আসলে সবাই বিয়ে নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে।
6/6
বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এমন কিছু কাজ করেছেন, যা সতিই প্রশংসনীয়। রানি বলিউডের সেই হাতেগোনা কয়েকজন অভিনেত্রীদের মধ্যে একজন যিনি কেরিয়ারের মধ্যগগনে ব্ল্যাক, সাথিয়া এবং হম তুম-এর মতো সিনেমায় চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয় করেছেন। শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও অকপট রানি। আজ তাঁর জন্মদিন। এমন একটা দিনে জেনে নেওয়া যাক, তাঁর কয়েকটি অকপট মন্তব্য সম্পর্কে।