সুইৎজারল্যান্ডে নিজের নামাঙ্কিত ট্রেনের উদ্বোধন করলেন রণবীর সিংহ
রায়পুর: সুইৎজারল্যান্ডে নিজের নামাঙ্কিত ট্রেনের উদ্বোধন করলেন বলিউড তারকা রণবীর সিংহ। ভারতীয় পর্যটকদের মধ্যে সুইৎজারল্যান্ডের জনপ্রিয়তা বৃদ্ধি করার প্রয়াসের সম্মানেই ‘রণবীর অন ট্যুর’ নামের ওই ট্রেনের উদ্বোধন করে সুইস প্রশাসন।
সুইৎজারল্যান্ড পর্যটন ও পরিবহণ ব্যবস্থা পরিচালিত ওই বিশেষ ট্রেন গোল্ডেন পাস লাইন-এর চলবে। অভিনেতার পোস্টার দিয়ে মুড়ে ফেলা হয়েছে ট্রেনটিকে। এসব দেখে স্বভাবতই শিহরিত রণবীর। এক বিবৃতিতে তিনি বলেন, ‘রণবীর অন ট্যুর’ ট্রেনটি শুধুমাত্র পরিবহণ নয়। এটা সুইৎজারল্যান্ডের এক অবিস্মরণীয় যাত্রার সাক্ষী।
এই ট্রেনের বিশালকায় জানলার মধ্য দিয়ে সুইৎজারল্যান্ডের উঁচু পর্বতমালা, সবুজ উপত্যকা ও অন্তহীন আঙুরখেত দেখতে দেখতে আপনি এর সৌন্দর্য্যের মধ্যে ডুবে যাবেন। গত গ্রীষ্মে আমার প্রথম এই ট্রেনের সফরের সময় আমি মোহিত হয়ে পড়েছিলাম। আশা করি সকলেই আমার মতো এই যাত্রার আনন্দ উপভোগ করবেন।