Badshah: নতুন গানে 'ভোলেনাথ' শব্দের ব্যবহারে বিতর্কের ঝড়, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন র্যাপার বাদশাহ
Badshah Apologises: সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক ও সমালোচনার সম্মুখীন হওয়ার পর, রবিবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেন বাদশাহ। ক্ষমা চেয়ে নেন।
নয়াদিল্লি: ফের বিতর্কের মুখে পড়লেন র্যাপার বাদশাহ (Rapper Badshah)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চাইলেন শিল্পী। তাঁর সাম্প্রতিক মুক্তি প্রাপ্ত সিঙ্গল (single) গান 'সনক' (Sanak) থেকে বিতর্কের শুরু। এই গানের লিরিক্স নিয়ে আপত্তির ঝড় ওঠে। এদিন সোশ্যাল মিডিয়ায় লম্বা বিশ্লেষণ দিয়েছেন গায়ক।
সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়, ক্ষমা চাইলেন বাদশাহ
সম্প্রতি মুক্তি পেয়েছে 'সনক' নামে র্যাপার বাদশাহর একটি মিউজিক ভিডিও। সেই গানে 'ভোলেনাথ' শব্দটি ব্যবহৃত হয়েছে, যার তীব্র সমালোচনা করেছেন এক পুরোহিত। তাঁর মতে গানে ভগবান শিবের নামের সঙ্গে অশালীনতা মিশিয়ে দেওয়া হয়েছে। এদিন ক্ষমা চেয়ে বাদশাহ জানান গানের উপাদানে বদল ঘটানো হচ্ছে যাতে অন্য কারও 'ভাবাবেগে আঘাত এড়ানো' যায়।
সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক ও সমালোচনার সম্মুখীন হওয়ার পর, রবিবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেন বাদশাহ। সেখানে সর্বসমক্ষেই তিনি উল্লেখ করেন যে 'সনক' গানের লিরিক্স বদলানো হচ্ছে।
তিনি লেখেন, 'এটা আমার নজরে আনা হয়েছে যে আমার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিঙ্গল 'সনক', দুঃখজনকভাবে কিছু মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে মনে করা হচ্ছে। আমি কখনওই স্বেচ্ছায় বা অজান্তে কারও অনুভূতিতে আঘাত করব না। আমি আমার শৈল্পিক সৃষ্টি এবং সঙ্গীত রচনাগুলি আপনাদের কাছে, আমার অনুরাগীদের জন্য নিয়ে এসেছি, অত্যন্ত আন্তরিকতা এবং আবেগের সঙ্গে। এই সাম্প্রতিক ঘটনার আবহে, আমি গানের কিছু অংশ পরিবর্তন করার জন্য সক্রিয় ব্যবস্থা নিয়েছি এবং আরও কাউকে আঘাত করা এড়াতে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই নতুন সংস্করণের সঙ্গে প্রতিস্থাপনের ব্যবস্থা করেছি। সমস্ত প্ল্যাটফর্মে পরিবর্তনগুলি প্রতিফলিত হওয়ার আগে প্রতিস্থাপনের প্রক্রিয়াটি কয়েক দিন সময় নেয়, আমি এই সময়ের মধ্যে সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ করব।'
View this post on Instagram
তিনি আরও বলেন, 'যাঁদের অজান্তে কষ্ট দিয়েছি তাঁদের কাছে আমি বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। আমার অনুরাগীরা আমার ভিত্তিপ্রস্তর হয়ে আছেন এবং আমি সর্বদা তাঁদের সর্বোচ্চ সম্মানে এবং সীমাহীন স্নেহের সঙ্গে ধরে রাখব।'
আরও পড়ুন: Varun Dhawan Birthday: 'বদলাপুর' থেকে 'অক্টোবর', পাঁচ ছবি যেখানে নিজেকে ভেঙে ফের গড়েছেন বরুণ
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত বাদশাহর নতুন গানের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, এই গানে মহেশ্বর (ভোলেনাথ)-এর নামের সঙ্গে অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে। তিনি অনুরোধ করেন যে ভগবানের নাম গান থেকে সরিয়ে নিয়ে শিল্পীর ক্ষমা চাওয়া উচিত। নয়তো তিনি জানান, পরবর্তী পদক্ষেপ হিসেবে র্যাপারের বিরুদ্ধে এফআইআর করবেন।