Ravi Dubey: কোটি কোটি টাকার মালিক 'রামায়ণ'-এর লক্ষ্মণ রবি দুবে, জানেন এই অভিনেতার উত্থান কীভাবে?
Ravi Dubey Career: রবি দুবে ২০০৬ সালে টিভি শো 'স্ত্রী তেরি কাহানি' দিয়ে অভিনয়ে পা রাখেন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান পান ‘১২/২৪ করোল বাগ’ থেকে

কলকাতা: বলিউড অভিনেতা রণবীর কাপূর (Ranbir Kapoor) আপাতত তাঁর নতুন সিনেমার কারণে আলোচনায় রয়েছেন। গতকালই মুক্তি পেয়েছে 'রামায়ণ পার্ট ওয়ান'-এর প্রথম ঝলক। আর তারপর থেকেই মানুষের কৌতুহলের শেষ নেই। রণবীর কত পারিশ্রমিক পেয়েছেন এই ছবির জন্য থেকে শুরু করে এই ছবিতে কী কী চমক থাকছে তা জানার জন্য আগ্রহী সাধারণ মানুষ। তার সঙ্গে সঙ্গে মানুষের আরও একজনকে নিয়ে খুব আগ্রহ। তিনি হলেন রবি দুবে (Ravi Dubey) ছবিতে লক্ষণের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছোটপর্দা থেকে শুরু করে ওটিটির খুব জনপ্রিয় মুখ রবি দুবে। বর্তমানে তিনি বেশ আলোচিত ও বটে। বিলাসবহুল জীবনযাপন করা এই রবি দুবের কতটা সম্পত্তি রয়েছে জানেন কি?
রবি দুবের উত্থান
রবি দুবে ২০০৬ সালে টিভি শো 'স্ত্রী তেরি কাহানি' দিয়ে অভিনয়ে পা রাখেন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান পান ‘১২/২৪ করোল বাগ’ থেকে। এই শো তাঁকে ঘরে ঘরে পরিচিতি এনে দেয়। এর পরে তিনি ছোটপর্দায় জনপ্রিয় হন ‘জামাই রাজা’, ‘সাস বিনা সসুরাল’ এবং ‘তু আশিকি’ সহ বেশ কয়েকটি শো এর মাধ্যমে। এছাড়াও ‘খতরোঁ কে খিলাড়ি’ এবং ‘নাচ বলিয়ে’ ও করেছেন।
View this post on Instagram
রবি দুবের সম্পত্তি কত?
টিভির পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পরে, অভিনেতা ওটিটি-তে পা রাখেন এবং সেখানেও তাঁর অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করেন। আজ অভিনেতা একটি বিলাসবহুল জীবনযাপন করেন। সূত্রের খবর, মুম্বই ছাড়াও পঞ্জাবেও রবির একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। জানা যাচ্ছে, রবি আজ প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তির মালিক। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। অভিনেতা একটি সঙ্গীত লেবেলেরও মালিক।
View this post on Instagram
সরগুন মেহতার সঙ্গে রবির বিয়ে হয়েছে
প্রসঙ্গত, রবি অভিনেত্রী সরগুন মেহতাকে বিয়ে করেছেন। তাঁদের দু’জনের দেখা ‘১২/২৪ করোল বাগ’ -এর সেটে হয়েছিল। ২০১৩ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সরগুন টিভির পাশাপাশি পঞ্জাবি সিনেমারও পরিচিত মুখ। অভিনেত্রী হওয়ার পাশাপাশি সরগুন একজন প্রযোজকও।






















